গতকাল রাতে বেশ কয়েকটি দল ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। ৩২তম দল হিসেবে স্বপ্ন ছুঁয়েছে আর্লিং হলান্ডের নরওয়ে। একই রাতে বাঁচা মরার লড়াই জিতেছে পর্তুগাল। আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে হারিয়েছেন ব্রুনো ফার্নান্দেজরা। ইংল্যান্ড ও ফ্রান্সও জয় পেয়েছে একই রাতে; যদিও তারা আগেই বিশ্বমঞ্চ নিশ্চিত করেছিল।
বিশ্বকাপ টিকিট কাটার দৌড়ে আরও ১৬ দল আছে। খুব শিগগিরই তাঁদের নাম জানা যাবে। যেখানে ইউরোপ, কনকাকাফ ও প্লে–অফ থেকে দল চূড়ান্তের অপেক্ষা। ৪৮ দলের বিশ্বকাপে বাছাইয়ে অংশ না নিয়েই সরাসরি খেলবে আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বাছাইপর্ব শেষ হওয়ার আগেই দল নিশ্চিত হয়েছে এশিয়া, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চলের।
এশিয়া থেকে নিশ্চিত দল:
এশিয়ার ৮ দেশ- সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, অস্ট্রেলিয়া ও উজবেকিস্তান এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। প্লে-অফ খেলে বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে আরও একটি দেশের। কনফেডারেশন প্লে–অফের টিকিট পেতে লড়ছে সংযুক্ত আরব আমিরাত ও ইরাক।
দক্ষিণ আমেরিকা:
দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে- আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, ইকুয়েডর, প্যারাগুয়ে ও কলম্বিয়া। প্লে-অফে জিতে বিশ্বকাপ নিশ্চিত করার সুযোগ আছে বলিভিয়ার।
ইউরোপ:
ইউরোপ থেকে টিকিট পাবে ১৬টি দল। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে মাত্র পাঁচটি দেশ- ইংল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স ও নরওয়ে। বিশ্বকাপের দ্বারপ্রান্তে যারা: স্পেন, বেলজিয়াম, জার্মানি। এ অঞ্চল থেকে এখনো ৯টি দলের সরাসরি বিশ্বকাপে যাওয়ার সুযোগ আছে। ইতালিসহ কয়েকটি দেশকে যেতে হবে প্লে-অফের পথ ধরে।
আফ্রিকা:
আফ্রিকা থেকে টিকিট নিশ্চিত হয়েছে আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া ও সেনেগাল।
ওশেনিয়া:
নিউজিল্যান্ড বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।
আয়োজক:
কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র
দক্ষিণ আমেরিকা:
আর্জেন্টিনা, ব্রাজিল, ইকুয়েডর, উরুগুয়ে, প্যারাগুয়ে, কলম্বিয়া
ইউরোপ:
ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নরওয়ে
আফ্রিকা:
আলজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিসর, ঘানা, মরক্কো, তিউনিসিয়া, সেনেগাল
এশিয়া:
অস্ট্রেলিয়া, সৌদি আরব, কাতার, দক্ষিণ কোরিয়া, ইরান, জাপান, জর্ডান, উজবেকিস্তান
ওশেনিয়া
বিশ্বকাপে প্রথমবার পাঁচ লাখ জনসংখ্যার দেশ কেপ ভার্দে
নিউজিল্যান্ড:
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে
কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান।
বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো টিকিট পেয়েছে কেপ ভার্দে, উজবেকিস্তান ও জর্ডান।
এসএস/এসএন