ওপার বাংলার অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর আবারও ফিরছেন ছোট পর্দায়। সম্প্রতি ঋতুপর্ণা সেনগুপ্তের বিপরীতে 'বেলা' ছবিতে তার সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছিল।
এবার স্নেহাশিস চক্রবর্তীর নতুন ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-এর মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন। নতুন এই ধারাবাহিকে ভাস্বর চট্টোপাধ্যায়কে দেখা যাবে 'রাজরূপ' চরিত্রে।
তিনি কলেজের ট্রাস্টি মেম্বার সুপ্রিয় দত্তের ছোট ভাইয়ের ভূমিকায় অভিনয় করবেন। তবে তার চরিত্রটি পরিচিত কোনো ছকের মধ্যে বাঁধা থাকছে না।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, এই ধারাবাহিকে তিনি নায়কের কাকার চরিত্রে অভিনয় করছেন। ভাস্বরকে তার ভাইপোর প্রেমজীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়ে উপদেশ দিতে দেখা যাবে। পর্দার আড়ালে তিনিই হয়ে উঠবেন পরিবারের 'লাভ গুরু'।
তার অভিনয় দক্ষতায় এই 'লাভ গুরু' চরিত্রটি কতটা জনপ্রিয়তা পায়, সেটাই এখন দেখার বিষয়। নতুন এই ধারাবাহিক প্রসঙ্গে ভাস্বর জানিয়েছেন, প্রফেসর বিদ্যা ব্যানার্জি তার অভিনয় জীবনের ১২৬তম ধারাবাহিক হতে চলেছে।
এসএন