শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে বলে মন্তব্য করেছে বেলজিয়ামভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। সেইসাথে, এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা অনেক কমে গেছে বলে মনে করছে আইসিজি।
এক বিবৃতিতে সংস্থাটির বাংলাদেশ বিষয়ক কনসালট্যান্ট থমাস কিয়ান বলেন, গত বছর জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর সংঘটিত নৃশংসতায় হাসিনার দায় নিয়ে সন্দেহের সুযোগ নেই। তবে এই বিচারপ্রক্রিয়া সমালোচনার ঊর্ধ্বে নয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে নির্বাচনের আগে সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে আওয়ামী লীগের বিরত থাকা উচিত। পাশাপাশি দলটির সমর্থকদের ওপর অতিরিক্ত দমন-পীড়ন বন্ধ করা উচিত অন্তর্বর্তী সরকারের।
এ সময়, শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব থেকে না সরলে দলটির রাজনীতিতে ফেরা কঠিন হবে বলেও জানিয়েছে সংস্থাটি।
ইএ/টিকে