সাভারে আসাদুজ্জামান খান কামালের মালিকানাধীন একটি কারখানায় লুটের চেষ্টার অভিযোগ উঠেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আদালতের রায় ঘোষণার পর সোমবার রাতে এই অভিযোগ ওঠে।
কারখানার কর্মচারিরা জানান, সোমবার রাত ৮ টার দিকে আশুলিয়ার মির্জা নগর এলাকায় সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড কারখানায় আসে অন্তত ২০ জনের একটি দল। তারা মোটরসাইকেলযোগে এসে প্রথমে মূল ফটকের সামনে ধাক্কাধাক্কি শুরু করে এবং কারখানার নিরাপত্তাকর্মীকে ফটক খুলে দিতে বলে। তারা কারখানার ভেতরে থাকা গরুর খামার সম্পর্কে খোঁজ-খবর নিতে থাকে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।
এবি/টিকে