গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে ড্র করে বাংলাদেশ। আজ (মঙ্গলবার) এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা। শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ সমর্থকদের আশার বাণী শোনালেন হামজা চৌধুরী।
মুখোমুখি লড়াইয়ে ভারতের বিপক্ষে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত মোট ২৯ বার ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে। ভারত জিতেছে ১৩টিতে, আর বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি ম্যাচে। বাকি ১৩টি ম্যাচ ড্র হয়েছে।
তবুও সমর্থকদের আশার বাণী শোনালেন হামজা চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) ফেসবুকে হামজা লেখেন, ‘বড় ম্যাচের সব প্রস্তুতি শেষ! আগামীকাল (আজ) আপনাদের সবাইকে দেখা আর আপনাদের দারুণ উচ্ছ্বাস অনুভব করার জন্য আর তর সইছে না! ইনশা আল্লাহ।’
এর আগে নেপালের বিপক্ষে ড্রয়ের পর হতাশা প্রকাশ করেছিলেন হামজা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘রাতের আরেকটি ম্যাচের হতাশাজনক সমাপ্তি যেটা আমাদের জেতা উচিত ছিল। সব সময়ের মতো সমর্থন ও ভালোবাসার জন্য ধন্যবাদ। আসুন সবাই ঐক্যবদ্ধ থাকি।’ হামজা সেই স্ট্যাটাসে ভারত ম্যাচের প্রস্তুতির কথাও বলেছিলেন, ‘আসুন, সবাই বড় লড়াইয়ের জন্য প্রস্তুত হই।’
বাংলাদেশের জার্সি গায়ে গত মার্চে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। এরপর হামজাকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশের সমর্থকরা। নিজের সেরাটা দিয়েই খেলছেন তিনি। যদিও দল ভালো ফল আনতে পারছে না। তবে আজ অবশ্যই ভারতকে হারাতেই মাঠে নামবে হামজারা।
ইএ/টিকে