অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন পাকিস্তান অধিকৃত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) প্রধানমন্ত্রী চৌধুরী আনওয়ারুল হক। সেই জায়গায় নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) রাজা ফয়সাল মমতাজ রাঠোর। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
প্রতিবেদন মতে, সোমবার (১৭ নভেম্বর) রাজ্যের আইনসভায় (লেজিসলেটিভ অ্যাসেম্বলি) অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক। এরপর রাজা ফয়সাল আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) ১৬তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)-এর সমর্থনে জয় নিশ্চিত করে পিপিপি। ৫৩ সদস্যের বিধানসভায় রাঠোর ৩৬ ভোট পান। ভোটাভুটির সময় মাত্র ৪৪ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন।
স্পিকার চৌধুরী লতিফ আকবরের সভাপতিত্বে বিকেল ৩টায় আইনসভার অধিবেশন শুরু হয়। পিপিপির আইনপ্রণেতা কাসিম মাজিদ আনওয়ারুল হকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন। সংক্ষিপ্ত বিতর্কের পর স্পিকার আকবর ভোটের আহ্বান জানান।
পিএমএল-এনের আটজনসহ মোট ৩৬ জন সদস্য প্রস্তাবের সমর্থনে হাত তোলেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর দুই আইনপ্রণেতা খাজা ফারুক আহমেদ এবং আব্দুল কাইয়ুম নিয়াজি প্রস্তাবের বিরোধিতা করেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আনওয়ারুল হক সংক্ষিপ্ত বক্তৃতা দেয়ার পর তার পাঁচ সহকর্মী মীর আকবর, আজহার সাদিক, সাবিহা সিদ্দিক এবং ইমতিয়াজ বেগমসহ অধিবেশন থেকে ওয়াকআউট করেন।
মুসলিম কনফারেন্স (এমসি) সভাপতি সরদার আতিক আহমেদ ভোটদানে অংশ নেননি। জম্মু ও কাশ্মীর পিপলস পার্টি (জেকেপিপিপি) সদস্য হাসান ইব্রাহিম, আনসার আবদালি এবং মুহাম্মদ ইকবাল সভায় অনুপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে রাঠোর বলেন, আজাদ জম্মু ও কাশ্মীরের উন্নয়ন, অগ্রগতি এবং রাজনৈতিক স্থিতিশীলতা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে। তিনি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারিকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি দলীয় নেতৃত্বের পক্ষ থেকে তার ওপর অর্পিত আস্থার প্রতি সম্মান প্রদর্শনের জন্য সচেষ্ট থাকবেন।
আইকে/টিএ