ফুটবলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ফুটবলপ্রেমীরা এই জয় উদযাপন করেছেন রাতভর। বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক হামজা চৌধুরী আজ (বুধবার) সকালে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছেড়েছেন।
ফিফা উইন্ডোতে হামজা ইংল্যান্ডের লেস্টার সিটি থেকে বাংলাদেশের হয়ে খেলতে আসেন। উইন্ডো শেষে দ্রুত ক্লাবে ফিরতে হয় তাকে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ফলে বাংলাদেশের জার্সিতে আবারও হামজাকে দেখতে আরও চার মাস অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।
হামজা ইংল্যান্ডে ফিরে গেলেও বাংলাদেশে কয়েকদিন কাটাবেন সামিত সোম। কানাডার লিগে বিরতি রয়েছে কয়েকদিন। এজন্য তিনি পরিবার-আত্মীয়দের সঙ্গে সময় কাটাতে সকালে সিলেটে রওনা হয়েছেন। আমেরিকান প্রবাসী জায়ান আহমেদের আগামীকাল (বৃহস্পতিবার) বাবার সঙ্গে ঢাকা ত্যাগের সূচি রয়েছে।
স্থানীয় ফুটবলাররাও সকালে টিম হোটেল ছেড়েছেন। তারাও যোগ দিচ্ছেন স্ব স্ব ক্লাবে। এখনই বিশ্রামের সুযোগ নেই। কারণ আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবল।
টিজে/এসএন