শালিনী পান্ডে যেন একের পর এক চমক রেখে এগোচ্ছেন। ধনুষ অভিনীত ইদলি কাদাই ছবিতে প্রশংসা কুড়ানোর পর এবার নতুন ছবিতে পুরো অন্যরকম আবহ। নাম রাহু কেতু। সেখানে শালিনীকে দেখা যাবে মীনু চরিত্রে। নির্মাতা বিপুল ভিগের হাতে তৈরি এই কাহিনি নাকি হইচই, দুষ্টুমি আর এক ধরনের অদ্ভুত কসমিক হাস্যরসে ভরা।
এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করছেন ফুকরে ছবির পরিচিত হাস্যরস জুটি বরুন শর্মা আর পুলকিত সম্রাটের সঙ্গে। পর্দায় এই দুই অভিনেতার জুটি বরাবরই দর্শকের প্রিয়। তাতে শালিনীর উপস্থিতি গল্পে নতুন রসদ যোগ করেছে বলেই মনে করা হচ্ছে। শুটিংয়ের আড়ালের কয়েকটি ঝলক সামনে আসতেই মীনু চরিত্র ঘিরে আগ্রহ বাড়ে ভক্তদের মধ্যে।
শুটিং হয়েছে হিমাচলের পাহাড়জুড়ে। কাজের পাশাপাশি এই পুরো যাত্রা শালিনীর ব্যক্তিগত মনে দাগ কেটেছে। কখনো স্থানীয় পাহাড়ি কুকুরদের সঙ্গে সময় কাটানো, কখনো মাটির কাজের স্টুডিওতে ঘোরা, আবার কখনো মানালি স্ট্রেজ নামে স্থানীয় প্রাণীকল্যাণ উদ্যোগে অংশ নেওয়া—সব মিলিয়ে কাজের বাইরে ভালো সময় কেটেছে তার।
ছবির অভিজ্ঞতা নিয়ে শালিনী বলেন, রাহু কেতু এমন ছবি যেখানে প্রতিটি দিন ছিল আনন্দে ভরা। বরুন আর পুলকিত সেটে এমন হৈচৈ করে যে কাজটাই আনন্দ হয়ে যায়। আর বিপুল নিজের অদ্ভুতুড়ে দুনিয়াকে পর্দায় তুলে ধরেন অন্যরকমভাবে।
ইদলি কাদাইয়ের সফলতা তাকে নতুন গতিতে নিয়ে গেছে। আর রাহু কেতু মুক্তি পাচ্ছে ১৬ জানুয়ারি। সামনে তার ক্যারিয়ারে এক উত্তেজনাপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে, প্রস্তুত দর্শকও।
এসএন