পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চাকরি থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক আজহার আলি। অনেকটা হুট করেই পিসিবির নির্বাচক এবং যুব উন্নয়ন বিভাগের প্রধান পদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। পিসিবি কর্মকর্তাদের কাছে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ৪০ বছর বয়সী সাবেক এই টপ অর্ডার ব্যাটার।
যদিও আজহারের পদত্যাগের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি মহসিন নাকভির পিসিবি কর্তৃপক্ষ। এছাড়া তিনি পদত্যাগের পর তার পদ কাকে দেয়া হবে এ প্রসঙ্গেও কোনো পরিকল্পনা দেশটির ক্রিকেট বোর্ড জানায়নি। তবে আজহারের পদত্যাগের কথা নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো।
২০১০ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আজহারের। ২০২২ সালে অবসরের আগে ৯৭ ম্যাচে ১৯টি সেঞ্চুরি ও ৩৫ হাফ সেঞ্চুরিতে ৭১৪২ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া ৫৩টি ওয়ানডে খেলে তিনটি সেঞ্চুরি ও ১২ হাফ সেঞ্চুরিতে তার ঝুলিতে আছে ১৮৪৫ রান।
ক্রিকেট ক্যারিয়ারকে বিদায়ের পর ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান পুরুষ ক্রিকেটের নির্বাচক প্যানেলে প্রথম দায়িত্ব পান আজহার আলি। এক মাস পর তাকে ইয়ুথ ডেভলপমেন্ট বিভাগের প্রধান করা হয়। কিন্তু সাম্প্রতিক সময় দায়িত্বের মেয়াদ বাড়ানো নিয়ে পিসিবির সঙ্গে কিছুটা অভ্যন্তরীণ টানাপোড়েন চলছিল সাবেক এই ব্যাটারের।
মূলত ঝামেলাটা বাধে আরেক সাবেক পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদকে দায়িত্বে আনার গুঞ্জন থেকে। তিনি পাকিস্তান শাহীনস এবং অনূর্ধ্ব-১৯ দলের প্রধান পদে দায়িত্ব পেতে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। একইভাবে ট্রেনিং ক্যাম্পের দেখভাল, বিভিন্ন ট্যুর ও আয়োজনের দায়িত্বও নিতে পারেন সরফরাজ।
সরফরাজকে কেন্দ্র করে পিসিবি কিংবা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফ্র্যাঞ্চাইজির কার্যক্রম রহস্যজনক। কারণ তিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি। অথচ তাকে বিভিন্ন দলের পরামর্শক ও কোচের ভূমিকায় দেখা যাচ্ছে বছরখানেক আগে থেকেই। যা আজহারকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না।
ইএ/এসএন