এক পডকাস্টে জ্যোতিষী সুশিল কুমার সিং বলেছেন, সালমান খানের আগামী সময় ভালো নয়। তার মতে, বক্স অফিসে ‘দাবাং’ তারকার দুর্বল পারফরম্যান্স চলতেই থাকবে, আর ২০২৬ সালে তাকে নাকি স্বাস্থ্যঝামেলার মুখোমুখি হতে হবে!
বর্তমান সময়ে পডকাস্ট সংস্কৃতি দ্রুত জনপ্রিয় হচ্ছে। সোশ্যাল মিডিয়া নির্ভর যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স কিংবা ইউটিউব ফিডে নানান পেশার মানুষকে দেখা যায় লম্বা আলাপচারিতায়। সম্প্রতি এমনই এক পডকাস্টে হাজির হন এক জ্যোতিষী, যিনি শাহরুখ খান ও সালমান খান সম্পর্কে বেশ বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন।
গত কয়েক বছরে সালমান খানের বক্স অফিস সংকট নিয়ে যেটুকু আলোচনা চলছে, সেটি তুলে ধরে তিনি বলেন, এর বিপরীতে শাহরুখ খান মোটামুটি উর্ধ্বগতি ধরে রেখেছেন। তাঁর দাবি, “শাহরুখ উঠতেই থাকবে, কিন্তু সালমানের পতন হবে’।
জ্যোতিষীর কথায়,“শাহরুখ খানের সঙ্গে এক ঈশ্বরীয় শক্তি রয়েছে। এই শক্তি ধর্ম বা বিশ্বাস দেখে না। তিনি সেই শক্তির সঙ্গে নিজেকে সাজিয়ে নিয়েছেন, তাই ধারাবাহিকভাবে তিনি এগিয়ে যেতে থাকবেন।”
সালমান সম্পর্কে জ্যোতিষী বলেন,“সালমানের একদমই সময় ভালো না। স্বাস্থ্য সমস্যা হবে, আর সিনেমায় কোনো ব্যতিক্রমী সাফল্য দেখা যাবে না। ছবির জগতে তার যে প্রভাব ছিল, তা কমে যাবে।”
এমন ভিডিও ভাইরাল হলে প্রতিক্রিয়ায় নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও ট্রলের ঝড় উঠেছে। একজন লিখেছেন,“সব মিথ্যে কথা। নিজের ভবিষ্যৎও জানে না।” আরেকজন মজা করে লিখেছেন,“রিলটা সেভ করে রাখি, আগামী বছর গালওয়ান যুদ্ধের পর দেখা হবে।” কেউ আবার বললেন,“গালওয়ানের ওপর আসা ছবি এমন সুপারহিট হবে- সে দেখে যাবে।”
কাজের দিক থেকে আগামিতে সালমান খানকে দেখা যাবে ‘ব্যাটল অব গালওয়ান’ চলচ্চিত্রে, আর শাহরুখ খান বর্তমানে ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবির কাজে।
কেএন/এসএন