বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর জীবন ও ক্যারিয়ার নিয়ে এক প্রেরণাদায়ক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, “জীবনে সব রকমের চেষ্টা করতে হবে। ভয় করবেন না।
কারণ ব্যর্থতা ভয় পাওয়ার জন্য নয়। যদি ভয় পেতাম, তাহলে বলিউডে ৪৫ বছর টিকে থাকতে পারতাম না।” অনিল কাপুরের এই বক্তব্য কেবল তার ব্যক্তিগত দর্শন নয়, বরং নতুন প্রজন্মের অভিনেতা ও সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়ে দেওয়া।
অভিনেতা হিসেবে দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র জগতে টিকে থাকার তার অভিজ্ঞতা এবং দৃঢ়তা তার কথায় প্রতিফলিত হয়েছে। অনিলের মতে, ব্যর্থতার ভয়কে জয় করা এবং প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাওয়া মানুষের সাফল্যের মূল চাবিকাঠি। তার এই বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় অনেকেই তাকে প্রশংসা করেছেন।
অনিল কাপুরের জীবনের এই দৃষ্টিভঙ্গি নতুন প্রজন্মকে প্রেরণা যোগাচ্ছে এবং চলচ্চিত্র জগতে দীর্ঘস্থায়ী প্রতিভার প্রয়োজনীয়তা ও অধ্যবসায়ের গুরুত্বকে তুলে ধরেছে।
আরপি/এসএন