বগুড়ায় মসলার গুঁড়ায় ভয়াবহ ভেজাল মেশানোর অভিযোগে রাজা বাজার এলাকার আল-আমিন মসলা মিলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে।
অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম জানান, মিলটিতে হলুদ ও মরিচের গুঁড়া তৈরি করার সময় কাপড়ের রং ও টেক্সটাইল ডাই ব্যবহার করা হচ্ছিল। এছাড়া মসলায় ধানের তুষ ও রাইস ব্র্যান মিশিয়ে হলুদ ও মরিচের গুঁড়া প্রস্তুত করা হচ্ছিল, যা ভোক্তাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে।
মোবাইল কোর্ট ঘটনাস্থলেই অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ধারা ৩৩ অনুযায়ী তিন লাখ টাকা জরিমানা করে। একই সঙ্গে মিল থেকে ৭৫ কেজি ধানের তুষ, ১৫০ কেজি ভেজাল মরিচ গুঁড়া, ১৫০ কেজি ভেজাল হলুদ গুঁড়া জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশের একটি টিম অংশ নেয়।
নিরাপদ খাদ্য কর্মকর্তা রাসেল মাহমুদ বলেন, ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএস/টিএ