ঢালিউডের জনপ্রিয় নায়ক জীৎ সম্প্রতি নিজের ক্যারিয়ার ও চলচ্চিত্র জগতের অভিজ্ঞতা নিয়ে মন্তব্য করেছেন।
তিনি জানান, “আমি ইন্ডাস্ট্রিতে ভাল কাজ করতে এসেছি। সেটাই করে যাচ্ছি। কারও সঙ্গে লড়াই করার ইচ্ছে আমার আগেও ছিল না। আজও নেই।”
জীৎ স্পষ্ট করেছেন যে তার মূল মনোভাব প্রতিযোগিতা নয়, বরং নির্মাণ ও অভিনয়ের মান উন্নয়ন। দর্শকপ্রিয় এই অভিনেতা মনে করেন, ভালো গল্প, দৃঢ় অভিনয় এবং প্রফেশনাল মনোভাবই তার মূল হাতিয়ার। তিনি বিশ্বাস করেন, ইন্ডাস্ট্রিতে নিজের কাজের মাধ্যমে সাফল্য অর্জন করাই সবচেয়ে বড় লক্ষ্য।
জীৎ এই ধারা বজায় রেখেই প্রতিটি সিনেমায় দর্শককে নতুন মাত্রা দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার নির্দোষ মনোভাব এবং শান্তিপূর্ণ চরিত্র তাকে সমসাময়িক চলচ্চিত্র জগতের অন্যতম প্রিয় নায়ক করে তুলেছে।
কেএন/এসএন