বাংলাদেশ আজ কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। আতঙ্কে দেশের মানুষ তটস্থ। ভূমিকম্পের প্রভাব পড়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টেও। কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। দলের বাইরে থাকা তাসকিন আহমেদ ভূমিকম্প নিয়ে ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন।
তাসকিন লিখেছেন, ‘এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন।’
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে ধারণা করা হচ্ছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আইকে/এসএন