হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। এতে আতঙ্কে হলের বাইরে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ভূমিকম্পে ঢাবির একাধিক হলের ভবনে ফাটল ধরেছে। কোথাও কোথাও পলেস্তারা খসে পড়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এই ঘটনা ঘটে।
এসময় লাফ দিতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তারা হাতে পায়ে আঘাত পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে দুই শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে দুই শিক্ষার্থী ভবন থেকে লাফ দিয়ে আহত হয়েছেন।
এছাড়া স্যার এ এফ রহমান হলের ১০৫ নম্বর কক্ষের আসবাবপত্র ভেঙে পড়েছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ভূমিকম্পে শামসুন নাহার হলের একটি ভবনের মিড বিল্ডিংয়ের একটি অংশে ফাটল ধরেছে। এছাড়া বারান্দায় অনেকটুকু জায়গা ফাঁকা হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আতঙ্কে মাঠে নেমে আসেন।
ভূমিকম্পে মাস্টার দা সূর্য সেন, বিজয় একাত্তর হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কারো কোনো ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি৷
কবি জসীম উদদীন হলের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় পলেস্তারা ভেঙে পড়ে যায়। শিক্ষার্থীদের দাবিতে কিছুদিন আগে দুটি বিল্ডিংয়ের মাঝের ফাঁকা বন্ধ করতে নতুন পলেস্তারা লাগানো হয়েছিল।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, 'কাপড় ধুতে ওয়াশরুমে ছিলাম। হঠাৎ ভূমিকম্পে সামনে পেছনে যাওয়া শুরু করেছি। কি করব, বুঝি উঠতে পারছিলাম না।'
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী মো. শাহেদুল আলম বলেন, 'ঘুম থেকে উঠেই দেখি, ফ্যান নড়ছে। এমন মাত্রায় ভূমিকম্প কখনো দেখিনি। ভেবেছি, আজকেই হয়তো জীবনের শেষদিন।
এমকে/এসএন