রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি বাংলাদেশ ‘এ’ এবং ভারত ‘এ’ দল। সেমিফাইনালের দ্বৈরথে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত।
আজ (শুক্রবার) কাতারের দোহায় বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।
চলমান আসরে শুরুটা দুর্দান্ত করে আকবর আলীর দল। গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় থাকায় সেরা চারে আগেই এক পা আগে দিয়ে রেখেছিল যুবা দল। যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে গত বুধবার শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ৬ রানে হেরে বসে। অবশ্য ম্যাচ হারলেও এ গ্রুপের শীর্ষে ছিল বাংলাদেশ ‘এ’ দল।
অন্যদিকে, ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে পাকিস্তান ‘এ’ এবং ভারত ‘এ’ দল। ৩ ম্যাচের সবকটিতে জিতে গ্রুপসেরা পাকিস্তান। আর দুইয়ে থাকা ভারতের সঙ্গে ফাইনালে ওঠার লড়াইয়ে নামছে বাংলাদেশ।
একাদশ
বাংলাদেশ ‘এ’ : হাবিবুর রহমান সোহান, জিশান আলম, জাওয়াদ আবরার, আকবর আলী (উইকেটকিপার ও অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি, এসএম মেহরব, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল।
ভারত ‘এ’ : প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, নমন ধীর, নেহাল ওয়াধেরা, জিতেশ শর্মা (উইকেটকিপার ও অধিনায়ক), হর্ষ দুবে, আশুতোষ শর্মা, রামানদীপ সিং, বিজয়কুমার বৈশাখ, গুরজাপনীত সিং ও সুয়াশ শর্মা।
এসএন