ভারতের পারিবারিক জীবনের মধুর অগোছালো রূপটি এবার নতুনভাবে হাজির হচ্ছে ওটিটি পর্দায়। আসছে একটি আলাদা স্বাদের সিরিজ, যেখানে এক যুবক নিজের জীবনের স্পষ্ট দিশা না পেয়েই হঠাৎ বাবা হওয়ার সিদ্ধান্ত নেয়। গৌরব গেহলট নামে সেই যুবককে ঘিরেই গড়ে উঠেছে গল্প। বয়সে প্রাপ্তবয়স্ক হলেও মানসিকভাবে এখনো বড় হওয়া বাকি এমন এক তরুণ যখন একটি শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন তার দুনিয়ায় যে ঝড় ওঠে, সেই ঝড়ই সিরিজের প্রাণ।
গৌরবের এই সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনই পাল্টে দেয় না, বরং পুরো গেহলট পরিবারের মধ্যেও তৈরি করে এক ধরনের হাস্যরসাত্মক অস্থিরতা। পরিবার, সমাজ, আত্মীয়স্বজন সবার চোখে তার সিদ্ধান্ত এক অদ্ভুত বিষয়। চারদিকে ঘুরপাক খায় সেই চিরচেনা প্রশ্ন—মানুষ কী বলবে। আর তার মধ্যেই জন্ম নেয় নতুন সম্পর্ক, অপ্রত্যাশিত স্নেহ, আর নানা প্রজন্মের সংঘাত।
কখনো টক, কখনো মিষ্টি, কখনো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো আবেগ সবকিছুর মিশেলে সিরিজটি ভারতীয় পারিবারিক জীবনের সেই বাস্তব দিকটাকেই তুলে ধরেছে, যা একদিকে হাসায় আবার আরেকদিকে গভীরভাবে ভাবায়। নির্ভুল সংলাপ, তীক্ষ্ণ রসিকতা আর সুন্দর আবেগধারার কারণে সিরিজটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়ছে প্রতিদিন। আগামী ডিসেম্বরের বারো তারিখে মুক্তি পেতে যাওয়া এই পারিবারিক নাটক ইতিমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরপি/এসএন