চাঁপাইনবাবগঞ্জ সদরে ইয়াবা, হেরোইন, ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লব্ধ নগদ প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ ইয়ানুর হোসেন শুভ (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জোড়গাছি বটতলাহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার শুভ ওই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলাসহ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে শুভর কাছে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লব্ধ নগদ প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এবি/টিকে
জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, ‘গ্রেপ্তার শুভ চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মাদক চোরচালানেও তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে শুভ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্যে মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।
তিনি আরো বলেন, ‘শুভর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠেছে। তার গতিবিধি পর্যবেক্ষণ করে শুক্রবার সকালে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।’
এবি/টিকে