ক্যারিয়ারজুড়ে কাজকেই জীবনের প্রধান লক্ষ্য মনে করেছিলেন বলিউড-হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে সময়ের সঙ্গে সেই ভাবনায় এসেছে বদল। এক আলোচনায় তিনি বলেন, “আমিও ভাবতাম কাজই সব, ওটাই জীবন। কিন্তু যত বয়স হল, অভিজ্ঞতা বাড়ল, বুঝলাম, ওটা ঠিক নয়। জীবনকে কখনওই অবহেলা করা উচিত নয়।”
প্রিয়াঙ্কার মতে, সাফল্যের পিছনে ছুটতে গিয়ে অনেকেই নিজের ব্যক্তিগত জীবন, পরিবার ও মানসিক শান্তিকে গুরুত্ব দেন না। কিন্তু বয়স ও অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে ক্যারিয়ার গুরুত্বপূর্ণ হলেও জীবনের মূল্য আরও বেশি।
অভিনেত্রীর এই মন্তব্য নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও এক ধরনের বার্তা কাজ ও জীবনের ভারসাম্য বজায় রাখার প্রতি জোর দেওয়া জরুরি। তাঁর মতে, নিজের মানুষ ও নিজের সময়কে অবহেলা করলে সাফল্যের আনন্দও অপূর্ণ থেকে যায়।
এসএস/টিএ