অভিষেক সিনেমা দিয়েই আলোচনার তুঙ্গে ‘সাইয়ারা’ জুটি আহান পান্ডে ও অনিত পাদ্দা। এ বছর বক্সঅফিসে ‘বিস্ময়কর ব্লকবাস্টার’ হয়েছে মোহিত সুরি পরিচালিত সাইয়ারা। আর সিনেমায় আহান-অনিত জুটি মুগ্ধ করে সিংহভাগকে।
মূলত, সিনেমায় দারুণ রসায়নের কারণেই বাস্তব জীবনে আহান-অনিতের প্রেমের গুঞ্জন জোরালো হয়। যদিও এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি কেউই।
অবশেষে জি-কিউ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছেন আহান পান্ডে। তিনি বলেছেন, অনিত আমার ভালো বন্ধু। পুরো ইন্টারনেট ভাবছে আমরা প্রেম করছি। কিন্তু আমরা তা করছি না। কেমিস্ট্রি মানেই রোমান্স নয়, এটা নিরাপত্তা ও কমফোর্টের ব্যাপার। আমরা দুজনেই একে অপরকে সেটা অনুভব করিয়েছি।
সম্পর্কের গভীরতা ব্যাখ্যা করে তিনি আরও বলেন, ও আমার প্রেমিকা নয়, কিন্তু অনিতের মতো বন্ধন আর কারো সঙ্গে হবে না। সাইয়ারা করার আগেই আমরা দুজনেই পাওলো কোয়েলোর একটি উক্তি খুব মানতাম। ‘স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনাই জীবনকে আকর্ষণীয় করে তোলে।’ আমরা একই স্বপ্ন দেখেছি এবং সেটা একসঙ্গে সত্যি হয়েছে। তাই এই বন্ধনটা বিশেষ।
এবি/টিকে