মুম্বইয়ের মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া দেবের শৈশবেই বাংলা পড়ালেখা বা বলা ছিল না নিয়মের অংশ। সে সময় ভাষার সঙ্গে তেমন পরিচয়ও ছিল না। কিন্তু বাংলায় দ্বিতীয় ছবি মুক্তির পর যখন দর্শকের ভালোবাসা তাঁকে হিট উপহার দিল, তখনই বদলে গেল তাঁর দৃষ্টিভঙ্গি।
এক আলাপচারিতায় দেব বলেন, “মুম্বইয়ের মধ্যবিত্ত বাড়িতে লিখতে, পড়তে না। বাংলায় দ্বিতীয় ছবিতে হিট পাওয়ার পর মনে হয়েছিল, আমাকে বাংলা বলতে, পড়তে এবং লিখতে জানতে হবে।”
দেবের মতে, কোনও ভাষার শিল্পে কাজ করতে হলে সেই ভাষার প্রতি সম্মান ও দায়িত্ব থাকা জরুরি। দর্শকের ভালোবাসাই তাঁকে নতুনভাবে বাংলা শেখার অনুপ্রেরণা দিয়েছে।
বাংলা ছবির জনপ্রিয় নায়ক হিসেবে নিজের চেষ্টার গল্প শুনে ভক্তরাও প্রশংসা করছেন। তাঁদের মতে, দেবের এই সিদ্ধান্ত তাঁর শিল্পীসত্তার প্রতি দায়বদ্ধতারই প্রমাণ।
এসএস/টিএ