লা লিগার রেফারিংয়ের সমালোচনা এবং বার্সেলোনাকে খোঁচা দেয়ার সুযোগ কখনোই হাতছাড়া করেন না ফ্লোরেন্তিনো পেরেজ। রোববার (২৩ নভেম্বর) প্রতিনিধি সদস্যদের অ্যাসেম্বলিতে দেয়া ভাষণে বার্সেলোনা ও লা লিগার রেফারিদের মান নিয়ে তীব্র সমালোচনা করেছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট। পেরেজ 'নেগ্রেইরা কাণ্ড'র প্রসঙ্গ আরও একবার তুলেছেন এবং স্পেনে রেফারিংয়ের মানকে 'অগ্রহণযোগ্য' বলে আখ্যা দেন।
রেফারিংয়ের মান নিয়ে রিয়ালের প্রেসিডেন্ট বলেন, 'স্প্যানিশ রেফারিংয়ের মান অগ্রহণযোগ্য। ফিফা যে ৩৫ জন স্প্যানিশ অন-ফিল্ড রেফারির একজনকেও নির্বাচন করেনি, এটা লজ্জাজনক।'
এ সময় নেগ্রেইরা কাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে পেরেজ বলেন, 'আর অবশ্যই এটা অগ্রহণযোগ্য যে বার্সেলোনা, যেকোনো কারণেই হোক, রেফারিদের কমিটির সহ-সভাপতিকে কমপক্ষে ১৭ বছর ধরে ৮ মিলিয়ন ইউরোর বেশি পরিশোধ করেছে। তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এই সময়টিই কাকতালীয়ভাবে আমাদের দেশে বার্সেলোনার সেরা সাফল্যের সময়।'
স্প্যানিশ টেকনিক্যাল কমিটি অব রেফারিজের (সিটিএ) সাবেক সহ-সভাপতি হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরার সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানিকে ২০০১ থেকে ২০১৮ সালের মধ্যে এফসি বার্সেলোনা প্রায় ৭ মিলিয়ন ইউরো পরিশোধ করেছে বলে অভিযোগ আছে। স্পেনে যা এখনও তদন্তাধীন আছে।
রিয়াল মাদ্রিদ প্রধান বার্সেলোনা–ভিয়ারিয়ালের লা লিগা ম্যাচটি মায়ামিতে নেওয়ার ব্যর্থ প্রচেষ্টারও সমালোচনা করেন।
তিনি বলেন, 'লা লিগা সভাপতি আমাদের ওপর মিয়ামিতে একটি ম্যাচ চাপিয়ে দিতে চান, এটা স্বাভাবিক নয়। এমনকি বার্সার অধিনায়ক ফ্রেঙ্কি ডি ইয়ং-ও এটিকে স্বাভাবিক মনে করেন না।'
পেরেজ আরও বলেন, 'এবং এটাও স্বাভাবিক নয় যে লা লিগা বার্সেলোনা ও ভিয়ারিয়াল, এই দুই দলকে মিয়ামিতে খেলার জন্য অতিরিক্ত আর্থিক প্রণোদনা সমর্থন করছে। এরপর আমাদের টেবাসের বক্তৃতা শুনতে হয়, যেখানে তিনি এই ম্যাচটিকে এনএফএল-এর ব্যর্থ মায়ামি উদ্যোগের সঙ্গে তুলনা করেন।
'এনএফএল ম্যাচটি ছিল বৈধ এবং প্রতিযোগিতার নিয়ম মেনে এবং সবার পূর্ণ সমর্থন নিয়ে। এটা এক নয়; এখানে তো উয়েফার সমর্থনও ছিল না। এটা কেবল এক ব্যর্থ জুয়া ছাড়া কিছুই নয়।'–পেরেজ যোগ করেন।
এমআর/টিকে