ইতালিয়ান ফুটবলের পতনের জন্য রাজনীতিবিদদের দুষলেন কিংবদন্তি গোলরক্ষক বুফন

ইতালিকে শেষবার বিশ্বকাপ জিতিয়েছিলেন জিয়ানলুইগি বুফন। ২০০৬ বিশ্বকাপে গোলবারের নিচে দারুণ পারফরম্যান্স দেখিয়ে গোল্ডেন গ্লাভসও জিতেছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই গোলরক্ষক। এরপর আর কখনোই বিশ্বকাপের গ্রুপপর্বই পার হতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ দুই আসরে তো বাদ পড়েছে বাছাইপর্ব থেকে। এই অধঃপতন খুব কাছে থেকে দেখেছেন বর্তমানে ইতালির জাতীয় দলের ডেলিগেশন প্রধানের দায়িত্বে থাকা বুফন।

আরও একবার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্ব থেকে সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ খেলতে হলে ইতালিকে পার হয়ে আসতে হবে প্লে-অফ। গতবার প্লে-অফ রাউন্ডের সেমিফাইনালে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরেই কপাল পুড়েছিল তাদের। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার শঙ্কায় আজ্জুরিরা।



ইতালিকে শেষবার বিশ্বকাপ এনে দেয়া বুফন দেশটির ফুটবলের সংকট নিয়ে তীব্র সমালোচনা করেছেন। গাজেত্তা দেলো স্পোর্ত'কে দেয়া এক বিস্তৃত সাক্ষাৎকারে তিনি কয়েক দশকের আত্মতুষ্টি ও দেশের রাজনৈতিক শ্রেণির স্বল্পমেয়াদি চিন্তাভাবনাকে সমস্যার স্থায়িত্বের মূল কারণ হিসেবে দায়ী করেছেন।

আলোচনার শুরুতেই বুফন ফিরিয়ে নিয়ে যান ২০১০ বিশ্বকাপে ভরাডুবির পর তার বিখ্যাত মন্তব্যটির দিকে, যখন তিনি সতর্ক করেছিলেন যে জাতীয় দলের সমস্যা তখনই শুরু হয়েছে। তিনি সেই সময়কার সতর্কবার্তাটি স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'আমরা ভুল করেছি, সন্দেহ নেই। কিন্তু সাবধান: কয়েক বছরের মধ্যেই আমরা বিশ্বকাপ জয়ের বদলে শুধু কোয়ালিফাই করাকে উদযাপন করব।'

তিনি ব্যাখ্যা করেন যে এটি শুধু ভবিষ্যদ্বাণী ছিল না, বরং পরিস্থিতির বাস্তবসম্মত পর্যবেক্ষণ, 'আমি বুঝতে পেরেছিলাম কী ঘটছে, পরিবর্তনগুলো প্রত্যাশার চেয়ে দ্রুত ঘটছিল।'

বুফন আরও বলেন, 'তার উদ্দেশ্য ছিল এটাও বোঝানো, চলুন নিজেদের এমন গল্প না শুনাই, যেগুলো আর সত্যি নয়।'

ইতালির সঙ্গে তার ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের তীব্র বৈপরীত্য তুলে ধরে বুফন বলেন, ইতালি এখনও অতীতে বন্দী হয়ে আছে। তার মতে, ইতালির বিপরীতে অন্যান্য বড় দলগুলো বর্তমান বাস্তবতায় বাস করে।

বুফনের ভাষায়, 'সমস্যা হলো আলাদা দুই জগতের, যেখানে তারা একে অন্যের সঙ্গে মেলে না। একদিকে, ইতিহাসের জোরে আমরা অহংকারী; মনে করি সবকিছু আমাদের প্রাকৃতিক অধিকার।'

তিনি যোগ করেন, 'ফ্রান্স তিরিশ বছর ধরে বড় দল, স্পেনও প্রায় বিশ বছর ধরে, তারা বর্তমানেই বাঁচে।'

ইতালির ক্ষেত্রে বুফন দোষারোপ করেন পরিকল্পনার অভাবকে, 'আজকের ফলাফলের শিকড় বিশ বছর আগে। তখন আমরা আমাদের শক্তি, বুফন, কানাভারো, টট্টি, এদের নিয়ে আত্মতুষ্ট হয়ে পড়েছিলাম; ভেবেছিলাম এগুলো চিরস্থায়ী হবে। তখনই আমাদের প্রযুক্তিগত ও ট্যাকটিক্যাল মডেলগুলো পুনর্চিন্তা করা উচিত ছিল, কিন্তু আমরা ছিলাম আত্মসন্তুষ্ট।'

এই কিংবদন্তি গোলরক্ষক দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির অভাবের কারণ হিসেবে বহিরাগত চাপকে উল্লেখ করেন। তার মতে, গভীর সংস্কার বাস্তবায়নের জন্য যে দৃঢ়তা দরকার, তা রাজনীতিবিদদের নেই। তার ভাষায়, রাজনীতিবিদরা সাহসী সিদ্ধান্ত নিতে চান না, কারণ তারা ভোটের দিকে তাকিয়ে থাকে, অর্থাৎ বর্তমানের দিকে, ভবিষ্যৎ পরিকল্পনার দিকে নয়।'

শেষে বুফন ইতালিয়ান ফুটবলে চলমান স্থবিরতা নিয়ে কঠোর সতর্কবার্তা দেন। তিনি বলেন, স্থিতিশীলতা ও ধৈর্যের সঙ্গে এই সমস্যাগুলো সমাধান করা না গেলে সেগুলো পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে হবে। সাক্ষাৎকারগ্রহীতাকে তিনি সতর্ক করে বলেন, 'সহজ; দশ বছর পর তুমি আমার জায়গায় আরেকজন বুফনকে সাক্ষাৎকার নেবে, আর প্রশ্ন–উত্তর একই থাকবে।'

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ মিটিয়ে দেবে জনগণ : এমরান সালেহ প্রিন্স Nov 23, 2025
img
বাংলাদেশে বাস করে মুক্তিযোদ্ধাদের অপমান করা কাম্য নয় : কাদের সিদ্দিকী Nov 23, 2025
img
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ Nov 23, 2025
img
পাকিস্তানের সিন্ধ অঞ্চল একদিন ভারতের অংশ হবে : রাজনাথ সিং Nov 23, 2025
img
হাসিনা আত্মসমর্পণ করলে আ. লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে : মঞ্জু Nov 23, 2025
img
বন্দর চুক্তি নিয়ে গোপনীয়তা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ Nov 23, 2025
img
সাড়ে ৮ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক Nov 23, 2025
img
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ Nov 23, 2025
img
দেশে যেকোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা Nov 23, 2025
img
হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়া Nov 23, 2025
img
সৌদি আরবে গ্রেপ্তার ২২ হাজারের বেশি প্রবাসী Nov 23, 2025
img
নারীর অন্তর্জ্ঞান নিয়ে হৃদয়ছোঁয়া বার্তা দিলেন রাশ্মিকা Nov 23, 2025
img
প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না: সোহেল তাজ Nov 23, 2025
img
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে : এ্যানি Nov 23, 2025
img
বক্স অফিসে সাড়া জাগিয়ে প্রথম দিনেই আয় ৬১৪ কোটি টাকা Nov 23, 2025
img
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের বৈঠক Nov 23, 2025
img
বাংলাদেশে বর্তমানে কানাডার বিনিয়োগ দাঁড়িয়েছে ১৩২ মিলিয়ন ডলারে Nov 23, 2025
img
ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ Nov 23, 2025
img
উইকেট শিকারে হেরাথের রেকর্ড স্পর্শ তাইজুলের Nov 23, 2025
img
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ৬ টন আলু জব্দ Nov 23, 2025