একান্নবর্তী পরিবারের পরিবেশেই বড় হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই ঘরেই শিখেছেন মানুষের সঙ্গে মানুষ হয়ে থাকার সবচেয়ে সহজ কিন্তু গভীর নিয়মগুলো। কোয়েল বলেন, ছোটবেলা থেকেই তিনি ভাবতেন কীভাবে সবাইকে আনন্দ দেওয়া যায়, কীভাবে ঘরের পরিবেশটা আরও উষ্ণ রাখা যায়। কে কতটা করল, কার অবদান কত এসব কখনোই দাঁড়িপাল্লায় মেপে দেখেননি তিনি। বরং মানিয়ে নেওয়া, বোঝাপড়া আর সহমর্মিতাই হয়ে উঠেছিল তার বেড়ে ওঠার প্রধান শিক্ষা।
আজ এত সফলতার মাঝেও কোয়েলের সেই পারিবারিক শেখাগুলোই তাকে স্থির রাখে। তিনি বিশ্বাস করেন, শিল্পীর জনপ্রিয়তা বা সাফল্য একা অর্জিত হয় না; পরিবারের শিক্ষাই মানুষের ভিত মজবুত করে। আর সেই ভিত্তির ওপর দাঁড়িয়েই জীবনের প্রতিটি মুহূর্তে তিনি চেষ্টা করেন আনন্দ ছড়িয়ে দিতে স্ক্রিনে, পরিবারে, আর মানুষের মাঝে।
আরপি/টিকে