ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর সেনাবাহিনী গড়তে চায় জার্মানি

ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চায় জার্মানি। ২০৩৫ সালের মধ্যে এই লক্ষ্য পূরণে ইতোমধ্যেই বড় ধরনের পুনর্গঠনে নেমেছে দেশটি।

মূলত রাশিয়ার সম্ভাব্য হুমকি ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের কারণে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় জার্মানি। রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, এ বছর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যারৎস ঘোষণা দিয়েছেন, তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চান। তবে জার্মানির মতো এমন এক দেশের ক্ষেত্রে এই লক্ষ্য অর্জন করা সহজ নয়, কারণ তাদের সামরিক বাহিনী বহু বছর ধরে অবহেলার শিকার হয়ে এসেছে।

রাশিয়ার সম্ভাব্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে সেনাবাহিনী পুনর্গঠনে নতুন গৃহীত আইনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে জার্মান জোট সরকার।
নতুন সংস্কারের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৬০ হাজারে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সঙ্গে আরও ২ লাখ রিজার্ভ বাহিনী যুক্ত করার লক্ষ্যও রয়েছে।

শুরুর দিকে নিয়োগ প্রক্রিয়া স্বেচ্ছাসেবী ভিত্তিতে পরিচালিত হবে। যারা সেনাবাহিনীতে যোগ দেবেন তাদের জন্য বাড়তি আর্থিক প্রণোদনা থাকবে। নতুন ব্যবস্থায় সেনাবাহিনীতে যোগ দিলে শুরুর মাসিক বেতন হবে ২৬০০ ইউরো (৩০০০ মার্কিন ডলার), যা বর্তমান বেতনের চেয়ে ৪৫০ ইউরো বেশি।

তবে নির্ধারিত কোটা পূরণ না হলে সরকার প্রয়োজনমতো বাধ্যতামূলক ডাকে (ম্যান্ডেটরি কল-আপ) যেতে পারবে।

এছাড়া আগামী বছর থেকে সব ১৮ বছর বয়সী তরুণ-তরুণীর কাছে সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগ্রহ আছে কি না— এ বিষয়ে একটি প্রশ্নপত্র পাঠানো হবে। পুরুষদের জন্য এটি বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। ২০২৭ সাল থেকে ১৮ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষাও দিতে হবে।

জার্মান সরকারের এই উদ্যোগ এমন সময়ে সামনে এসেছে যখন ইউক্রেনে যুদ্ধ চলছে এবং ট্রাম্প প্রশাসন ইউরোপকে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিজেদেরই নিতে বলছে এবং বিশেষজ্ঞরা সতর্ক করছেন, পরবর্তী ধাপে ন্যাটো সদস্য দেশের ওপর আক্রমণ চালাতে পারে রাশিয়া।

লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের ইউরোপ প্রোগ্রামের সহযোগী ফেলো মিন্‌না অল্যান্ডার মনে করেন, ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থানের কারণে জার্মানি এই মহাদেশের প্রচলিত নিরাপত্তা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, “নতুন সেনাসংখ্যা অর্জনের পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউরোপের জন্য তা খুবই ভালো হবে, যদিও সেটা সম্ভবত ২০৩০-এর দশকের কোনো এক সময়েই দেখা যাবে।”
এর আগে গত জুনে জার্মানির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ন্যাটোকে আগামী চার বছরের মধ্যে সম্ভাব্য রুশ হামলার জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি এই হামলা ২০২৯ সালেও হতে পারে। আর তাই সদস্য দেশগুলোকে প্রস্তুতি জোরদারের আহ্বানও জানান তিনি।

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
জীবনরক্ষাকারী ওষুধের দাম নির্ধারণ করবে সরকার : হাইকোর্ট Nov 24, 2025
img
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ Nov 24, 2025
img
পালন হলো না ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিন Nov 24, 2025
img
আবুল সরকার গ্রেপ্তারসহ নানা বিষয়ে ফারুকীর প্রতিক্রিয়া Nov 24, 2025
img
আবুল সরকারকে গ্রেপ্তার মানে আমাকে গ্রেপ্তার করা : ফরহাদ মজহার Nov 24, 2025
img
৮ বছর পরও চিরস্মরণীয় বারী সিদ্দিকীর নাম Nov 24, 2025
img

জোজো মুখোপাধ্যায়

জুবিন খুব বন্ধুবৎসল, নিজেকে আড়াল করতে জানত না Nov 24, 2025
img
এক বছরে সর্বাধিক ম্যাচ খেলে ইতিহাস গড়লেন সালমান আঘা Nov 24, 2025
"গণমাধ্যমকে কি দেশের চতুর্থ স্তম্ভ হতে চেয়েছে?" Nov 24, 2025
"রাজনৈতিক অঙ্গীকার ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়" Nov 24, 2025
"গণমাধ্যমের সত্য কথা আমাদের কাছে অপ্রিয় লাগে" Nov 24, 2025
img
সালমান এফ রহমানের ১২ একর জমি ক্রোক, ব্যাংক হিসাব জব্দ Nov 24, 2025
img
বাউল আবুল সরকারের মুক্তি দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্বারকলিপি Nov 24, 2025
img
গণমাধ্যম ধ্বংসের দিকে গেছে গত ১৬ বছরে: নুর Nov 24, 2025
img
হাসিনাকে ফেরত দিতে তাড়া দেখাবে না ভারত: সিএনএন Nov 24, 2025
img
তোমার জন‍্য কখনো, আমার এ মন গলবে না: তাসনিয়া ফারিণ Nov 24, 2025
img
সমর্থকদের বিশ্বাস রাখতে বললেন ব্রেন্ডন ম্যাককলাম Nov 24, 2025
img
ইংল্যান্ড সমর্থককে খোঁচা দিলেন অজি কিংবদন্তি মার্ভ হিউজ Nov 24, 2025
img
মিসরীয় সিনেমার প্রধান বাজার হয়ে ওঠেছে সৌদি আরব Nov 24, 2025
img
মানুষ হিসাবে কেমন, সেটাই আসল: অন্বেষা Nov 24, 2025