কলকাতা, সংবাদদাতা: কলকাতার একটি জনপ্রিয় রিয়্যালিটি শোতে একসঙ্গে কাজের সময় সহশিল্পীকে আনন্দ দেওয়ার জন্য নিজ উদ্যোগে জন্মদিনের আয়োজন করেছিলেন গায়ক জুবিন। গায়ক ও গায়িকার ঘনিষ্ঠ বন্ধু জোজো মুখোপাধ্যায় বলেন, "জুবিন খুব বন্ধুবৎসল। নিজের অনুভূতি আড়াল করতে জানত না। একদিন শুটিং চলাকালীন, পরের দিন আমার জন্মদিন ছিল। কাজের চাপের কারণে পার্টিতে যাওয়া সম্ভব হচ্ছিল না। আমার মন খারাপ দেখেই জুবিন বিষয়টি বুঝে উদ্যাপনের আয়োজন করেছিলেন।"
জুবিনের এই মনোভাব তার আন্তরিকতা ও বন্ধুত্বের প্রকৃত রূপ তুলে ধরে। তিনি শুধু সহকর্মীর খুশির জন্যই নয়, বরং ছোট্ট মনোযোগের মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী করেছেন।
এবি/টিকে