মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  

রাজধানীর শের-ই-বাংলা নগরে মাসব্যাপী ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২০ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বাণিজ্যমেলার প্রধান গেটে ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাণিজ্যমেলায় প্রবেশ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছতে হলে ব্যবসা-বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে ‘বাণিজ্যে বসতি লক্ষ্মী’ আমরা নিজেরা ব্যবসা করি না, কিন্তু ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য যে সুযোগ-সুবিধা দরকার তা আমরা করে দিচ্ছি। বাংলাদেশের রফতানি শুধু একটা দুটো পণ্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। আরও বাড়াতে হবে। এ জন্য যে সুযোগ-সুবিধা দরকার, তা আমরা করে দেব।

শেখ হাসিনা বলেন, আমরা সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করেছি। বাংলাদেশে যারা বিনিয়োগ করবে, তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেয়া হবে। এসময় বিদেশি মার্কেট খোঁজার জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, আমরা যতই ব্যবসা-বাণিজ্য করি, তার চেয়ে বড় কথা আমাদের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। সেই সঙ্গে আমরা রপ্তানি করবো। কিন্তু সেই রপ্তানি আরও অধিক দেশে করতে চাই। সবথেকে অগ্রাধিকার দিতে চাই প্রতিবেশী দেশগুলোকে। সেজন্য আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সমঝোতা স্মারক করেছি। এছাড়া দেশে যাতে বিনিয়োগ আসে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিয়েছি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য দেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন। এ ছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন প্রমুখ বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাণিজ্য মেলার টিকিটের দাম বাড়ল ১০ টাকা

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
প্রকাশিত হলো ‘অ্যাভাটার : ফায়ার অ্যান্ড অ্যাশ’ এর পোস্টার, ভেসে উঠলো আগুনে ঘেরা পানডোরা Jul 23, 2025
ভারতীয় আকাশ থেকে মিগ-২১ বিদায়, আসছে দেশীয় তেজস Jul 23, 2025
img
উত্তরায় বিমান দুর্ঘটনায় চিকিৎসাধীন প্রাণ হারাল আরও একজন, প্রাণহানি বেড়ে ৩২ Jul 23, 2025
৪ দল এক টেবিলে! জা/মা/য়াত যা বলল প্রধান উপদেষ্টাকে Jul 23, 2025
প্রধান উপদেষ্টার ডাকে ৪ দল এক টেবিলে! যা বললেন আসিফ নজরুল Jul 23, 2025
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত : ভেতরে যা ছিল, দেখে স্তম্ভিত সবাই! Jul 23, 2025
উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতে- র সংখ্যা বেড়ে ৩১, সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনছে সরকার Jul 23, 2025
img
৬ মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ, নিখোঁজদের পরিবারকে নমুনা দেয়ার অনুরোধ Jul 23, 2025
বাংলাদেশের সিরিজ জয়ে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের বিখ্যাত জলিল চাচা Jul 23, 2025
img
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য আরও বেশি দৃশ্যমান করতে হবে : প্রধান উপদেষ্টা Jul 23, 2025
আমার নয়, সব কৃতিত্ব প্লেয়ারদের; মাইলস্টোনের বাচ্চাদের জন্য মন কাঁদছে; বুলবুল Jul 23, 2025
img
সাগরে ৪ দিন ধরে ভাসতে থাকা ১৮ জেলে উদ্ধার Jul 23, 2025
img
লিটনের নেতৃত্বে টানা দুই ইতিহাস, রেকর্ড হলো আরও Jul 23, 2025
img
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট র‍্যাংকিং এ পিছিয়ে গেল যুক্তরাষ্ট্র Jul 23, 2025
img
এই উইকেটে ১৫০-১৬০ রান করা সম্ভব ছিল : জাকের Jul 23, 2025
img
বিপিএলে এর চেয়ে ভালো উইকেটে খেলেছি: ফাহিম আশরাফ Jul 23, 2025
img
ম্যাচ জেতানো ইনিংস ছাড়া আমি কাউন্ট করি না : জাকের Jul 23, 2025
img
সিরিজ বাড়ানো নিয়ে নাকভির সঙ্গে কথা বলবেন বুলবুল Jul 23, 2025
img
ফের পদযাত্রা, কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি Jul 23, 2025
img
মেসি-ই কি সর্বকালের সেরা ফ্রি কিক টেকার? Jul 23, 2025