শরীয়তপুরে প্রথমবারের মতো নিরাপদ খাদ্য আইনে দায়ের হওয়া একটি মামলার রায় ঘোষণা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। রায়ে জেলার রাইয়ান মিষ্টান্ন ভাণ্ডার ও দুলাল ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মালিককে মোট পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ এ রায় দিয়েছেন।
জেলা নিরাপদ খাদ্য কার্যালয় সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাসে সদর উপজেলার আংগারিয়া বাজারে অবস্থিত রাইয়ান মিষ্টান্ন ভাণ্ডার এ নিয়মিত মনিটরিং অভিযানে অনিয়ম ধরা পড়ে।
অভিযানে দেখা যায়, অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি মিষ্টি সংরক্ষণ, অনুমোদনহীন রং (টেক্সটাইল ডাই) ব্যবহার, মিষ্টির পাত্রে মৃত পোকা পাওয়া এবং পোড়া-নষ্ট তেলে জিলাপি ভাজার মতো একাধিক অপরাধ। এসব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ২৩, ৩৩ ও ৩৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক বাবুল ফকিরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে একই আদালত লেবেলবিহীন দধি বিক্রির অপরাধে দুলাল ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মালিক কার্তিক ঘোষকে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
এ বিষয়ে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, শরীয়তপুরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশুদ্ধ খাদ্য আদালত ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একযোগে কাজ করছে। আজকের এ রায় ভোক্তা সাধারণের ন্যায়বিচার ও নিরাপদ খাদ্য প্রাপ্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা বিধানের লক্ষ্যে জেলাব্যাপী আমাদের এই প্রচেষ্টা ও অভিযান অব্যাহত থাকবে।
টিজে/টিয়ে