‘এ’ ক্যাটাগরিতে স্থান পেল ৮১ সরকারি কলেজ

দেশের সরকারি কলেজগুলোকে চারটি ক্যাটাগরিতে (এ, বি, সি ও ডি) বিভাজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

সোমবার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে প্রশাসনিক প্রয়োজনেই এ পুনর্বিন্যাস করা হয়েছে বলে জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। এর মধ্যে ছাত্রছাত্রীসংখ্যা, অনার্স বিষয়ে সংখ্যা ও শিক্ষা কার্যক্রমের পরিসর বিবেচনায় মোট ৮১টি কলেজকে ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, যেসব কলেজে ছাত্রছাত্রীর সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয়ে সংখ্যা ১০টির বেশি– সেসব প্রতিষ্ঠানকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছে। বি ক্যাটাগরিতে রাখা হয়েছে ৪৫০০ থেকে ৭৯৯৯ ছাত্রছাত্রী এবং কমপক্ষে পাঁচটি অনার্স বিষয়ে পাঠদানকারী ৯৮টি কলেজকে। সি ক্যাটাগরিতে পাঁচ থেকে আটটি অনার্স বিষয়ে পাঠদানকারী এবং ছাত্রছাত্রীর সংখ্যা ৮ হাজারের কম ৪৪৬টি কলেজ রয়েছে। আর শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের ১০৭টি প্রতিষ্ঠানকে রাখা হয়েছে ডি ক্যাটাগরিতে।

প্রজ্ঞাপনে প্রকাশিত ৮১টি এ ক্যাটাগরির সরকারি কলেজের তালিকায় রয়েছে—ঢাকা কলেজ (ঢাকা), চট্টগ্রাম কলেজ (চট্টগ্রাম), ইডেন মহিলা কলেজ (ঢাকা), রাজশাহী কলেজ (রাজশাহী), সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ (চট্টগ্রাম), কবি নজরুল সরকারি কলেজ (ঢাকা), সরকারি ব্রজমোহন কলেজ (বরিশাল), মুরারি চাঁদ কলেজ (সিলেট), সরকারি এডওয়ার্ড কলেজ (পাবনা), কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ (কুমিল্লা), সরকারি ব্রজলাল কলেজ (খুলনা), আনন্দমোহন কলেজ (ময়মনসিংহ), কারমাইকেল কলেজ (রংপুর), সরকারি রাজেন্দ্র কলেজ (ফরিদপুর), ফেনী সরকারি কলেজ (ফেনী), সরকারি সা'দত কলেজ (টাঙ্গাইল), বৃন্দাবন সরকারি কলেজ (হবিগঞ্জ), সরকারি আজিজুল হক কলেজ (বগুড়া), সিরাজগঞ্জ সরকারি কলেজ (সিরাজগঞ্জ), সরকারি মাইকেল মধুসূদন কলেজ (যশোর) ও সরকারি দেবেন্দ্র কলেজ (মানিকগঞ্জ)।

এ ছাড়া দিনাজপুর সরকারি কলেজ (দিনাজপুর), কুমুদিনী সরকারি কলেজ (টাঙ্গাইল), গুরুদয়াল সরকারি কলেজ (কিশোরগঞ্জ), সরকারি তোলারাম কলেজ (নারায়ণগঞ্জ), চাঁদপুর সরকারি কলেজ (চাঁদপুর), সরকারি আশেক মাহমুদ কলেজ (জামালপুর), সাতক্ষীরা সরকারি কলেজ (সাতক্ষীরা), কুষ্টিয়া সরকারি কলেজ (কুষ্টিয়া), গাইবান্ধা সরকারি কলেজ (গাইবান্ধা), ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ (ব্রাহ্মণবাড়িয়া), মাদারীপুর সরকারি কলেজ (মাদারীপুর), নরসিংদী সরকারি কলেজ (নরসিংদী), নেত্রকোনা সরকারি কলেজ (নেত্রকোনা), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (ঢাকা), সরকারি সিটি কলেজ (চট্টগ্রাম), নবাবগঞ্জ সরকারি কলেজ (চাঁপাইনবাবগঞ্জ), মৌলভীবাজার সরকারি কলেজ (মৌলভীবাজার), পটুয়াখালী সরকারি কলেজ (পটুয়াখালী), নীলফামারী সরকারি কলেজ (নীলফামারী), ঠাকুরগাঁও সরকারি কলেজ (ঠাকুরগাঁও), সরকারি কেশব চন্দ্র কলেজ (ঝিনাইদহ), রাজবাড়ী সরকারি কলেজ (রাজবাড়ী), কুড়িগ্রাম সরকারি কলেজ (কুড়িগ্রাম) ও সরকারি বাঙলা কলেজ (ঢাকা) স্থান পেয়েছে তালিকায়।

আরও রয়েছে -ভোলা সরকারি কলেজ (ভোলা), রংপুর সরকারি কলেজ (রংপুর), ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ (গাজীপুর), সরকারি শাহ সুলতান কলেজ (বগুড়া), সরকারি তিতুমীর কলেজ (ঢাকা), নওগাঁ সরকারি কলেজ (নওগাঁ), সরকারি পিসি কলেজ (বাগেরহাট), নোয়াখালী সরকারি কলেজ (নোয়াখালী), শেরপুর সরকারি কলেজ (শেরপুর), সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ (বরিশাল), সরকারি হরগঙ্গা কলেজ (মুন্সিগঞ্জ), খুলনা সরকারি মহিলা কলেজ (খুলনা), চৌমুহনী সালেহ আহমেদ কলেজ (নোয়াখালী), সুনামগঞ্জ সরকারি কলেজ (সুনামগঞ্জ), বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ (ঢাকা), গোপালগঞ্জ সরকারি কলেজ (গোপালগঞ্জ), নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ (নাটোর), সরকারি সোহরাওয়ার্দী কলেজ (পিরোজপুর), সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ (টাঙ্গাইল), মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ (ময়মনসিংহ), কক্সবাজার সরকারি কলেজ (কক্সবাজার), রাজশাহী সরকারি মহিলা কলেজ (রাজশাহী), চুয়াডাঙ্গা সরকারি কলেজ (চুয়াডাঙ্গা), জয়পুরহাট সরকারি কলেজ (জয়পুরহাট), লক্ষ্মীপুর সরকারি কলেজ (লক্ষ্মীপুর), রাঙ্গামাটি সরকারি কলেজ (রাঙ্গামাটি), নিউ গভ. ডিগ্রি কলেজ (রাজশাহী), যশোর সরকারি সিটি কলেজ (যশোর), কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ (কিশোরগঞ্জ), সরকারি শহীদ আসাদ কলেজ (নরসিংদী), টঙ্গী সরকারি কলেজ (গাজীপুর), শরিয়তপুর সরকারি কলেজ (শরিয়তপুর), লালমাটিয়া সরকারি মহিলা কলেজ (ঢাকা), সাভার সরকারি কলেজ (ঢাকা) এবং সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ (লালমনিরহাট)।
উল্লেখ্য, উচ্চশিক্ষার ইতিহাসে দেশের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজনের এটি প্রথম উদ্যোগ। এর আগে কোনো জাতীয় পর্যায়ে সরকারি কলেজগুলোর এমন ক্যাটাগরিভিত্তিক শ্রেণিবিন্যাসের নজির পাওয়া যায়নি। শিক্ষা বোর্ডের অধীনে ভর্তি বা ফলাফলের ভিত্তিতে সীমিত পরিসরে কিছু কলেজকে শ্রেণিতে ভাগ করার উদাহরণ থাকলেও তা সাময়িক ও বোর্ডভিত্তিক ছিল। এবারের মতো প্রশাসনিক প্রয়োজন কেন্দ্রিক সার্বিক শ্রেণিবিন্যাসের আগের কোনো তথ্য পাওয়া যায়নি।

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
ব্রিটেনে কবুতরকে খাবার দেওয়ায় এক নারীকে জরিমানা Jan 11, 2026
img
কুমিল্লায় বাজারে ভয়াবহ আগুন Jan 11, 2026
img
স্বামীর ‘ধুরন্ধর’-এ অভিনয় করতে চেয়েছিলেন ইয়ামি Jan 11, 2026
img
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম Jan 11, 2026
img
ভেনেজুয়েলায় ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ চান ট্রাম্প Jan 11, 2026
img
ইমরান হাশমির নতুন রূপে তাসকারির ট্রেলার প্রকাশ Jan 11, 2026
img
তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ, গুঞ্জন নাকি বাস্তবতা! Jan 11, 2026
ডিপফেকের লক্ষ্য স্কুলছাত্রী থেকে চাকরিজীবী পর্যন্ত Jan 11, 2026
বনশ্রীতে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার; স্থানীয়দের বক্তব্যে বেরিয়ে এলো তথ্য! Jan 11, 2026
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে কোন পথে বিএনপি! Jan 11, 2026
গণমাধ্যম নিয়ে যা বললেন সাংবাদিক হাসান হাফিজ Jan 11, 2026
বিক্ষোভ দমাতেইরান জুড়ে রেড লাইন ঘোষণা সেনা বাহিনীর Jan 11, 2026
নির্বাচনী এলাকায় অ্যাম্বাসেডরদের সক্রিয় ভূমিকা Jan 11, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Jan 11, 2026
হাদি প্রসঙ্গে যা বললেন রাকসু জিএস আম্মার Jan 11, 2026
দুটি কাপ দিয়ে নির্বাচনের চিত্র দেখালেন জামায়াত নেতা শাহরিয়ার কবির Jan 11, 2026
আলাদা থাকছেন তাহসান-রোজা, বিচ্ছেদের গুঞ্জন Jan 11, 2026
img
তারেক রহমানের নেতৃত্বেই বিনির্মিত হবে আগামীর বাংলাদেশ, প্রত্যাশা মোদীর Jan 11, 2026
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা; গতানুগতিকের বাইরে কি থাকছে? Jan 11, 2026
প্রেমিকার ঘনিষ্ঠতায় বিরক্ত বীর পাহাড়িয়া Jan 11, 2026