পর্যবেক্ষকদের চোখ দিয়েই নির্বাচন দেখতে চাই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোকে নির্বাচন কমিশনের সহযোগী। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পর্যবেক্ষকদের চোখ দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়াটি দেখতে চাই। একইসঙ্গে সংস্থাগুলোর নিয়োগ করা মাঠকর্মীরা যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে বা প্রচারণায় যুক্ত না হন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে এক পরিচিতিমূলক সভায় প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

সিইসি বলেন, জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার যে ওয়াদা নির্বাচন কমিশন দিয়েছে, তা কমিশনের একার পক্ষে সম্ভব নয়।

সবাই মিলে এই জাতীয় দায়িত্ব পালন করতে হবে। আমরা আপনাদের চোখ দিয়েও এই ইলেকশনটা দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের নির্বাচনের দেখাটাও কিন্তু সঠিক হবে না।

প্রশিক্ষণের তাগিদ দিয়ে সিইসি বলেন, পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেওয়া হবে, বিশেষত নতুনদের, তাদের অবিলম্বে নির্বাচন ও নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ দিতে হবে। মাঠকর্মীদের কর্মকাণ্ডই সংস্থার সুনাম (গুডউইল) এবং নির্বাচন কমিশনের কাছে তাদের ভাবমূর্তিকে প্রভাবিত করবে। এছাড়া রিটার্নিং অফিসার, পুলিশ অফিসারসহ সংশ্লিষ্টদের পারফরম্যান্স আইন অনুযায়ী হচ্ছে কি না, নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে কি না এসব বিষয়ে মাঠের বাস্তবতার ভিত্তিতে (Real Ground Realities) রিপোর্ট দিতে হবে।

সিইসি জানান, যদি কোনো ম্যানেজমেন্ট বা প্রসিডিউরাল ল্যাপস থাকে, তবে পর্যবেক্ষকদের দেওয়া সুপারিশ ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়াকে সংস্কার ও উন্নত করতে সহায়ক হবে। পর্যবেক্ষকদের নিরপেক্ষতার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ব্যক্তিরা রাজনীতিতে জড়িয়ে পড়লে সবকিছু ড্যামেজ হয়ে যাবে।

তিনি সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা যাদের এঙ্গেজ করবেন, তারা কোনো রাজনীতির সঙ্গে, কোনো পার্টির সঙ্গে জড়িত আছে কিনা, লিংক আছে কিনা, মিছিল-মিটিংয়ে গিয়েছে বা জড়িত আছে এরকম কাউকে দয়া করে নিয়োগ দেবেন না। পর্যবেক্ষকের দায়িত্ব হবে ‘টু অবজার্ভ, নট টু ইন্টারভেন’ (পর্যবেক্ষণ করা, হস্তক্ষেপ না করা)। কোনো অনিয়ম হলে তা বন্ধ করা তার কাজ নয় বরং রিপোর্ট করাই তার প্রধান দায়িত্ব।

বাংলাদেশের বাস্তবতার প্রতি খেয়াল রাখার অনুরোধ জানিয়ে সিইসি বলেন, যেহেতু সব পর্যবেক্ষকই বাংলাদেশি, তাই বাংলাদেশের বাস্তবতার নিরিখে রিপোর্ট করতে হবে। বিদেশি প্রেক্ষাপটে দেশের নির্বাচনকে বিবেচনা করে রিপোর্ট না করতে অনুরোধ করেন। তিনি প্রত্যাশা করেন, তাদের রিপোর্টিং যেন স্মার্ট, ইমপ্লিমেন্টেবল এবং বাস্তবসম্মত হয়।

সিসি ক্যামেরা ও সাংবাদিকরাই কমিশনের চোখ 

বক্তব্যের শেষে সিইসি জানান, তার সিসি ক্যামেরা হলো পর্যবেক্ষক এবং তার সিসি ক্যামেরা হলো সাংবাদিকরা। সবার সম্মিলিত সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং পর্যবেক্ষকদের এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি।

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
টরন্টোতে দীর্ঘ ২ ঘণ্টা কানাডা প্রবাসীদের সুরের সাগরে আবিষ্ট রাখলেন বন্যা Nov 25, 2025
img
আসন্ন নির্বাচনে নারীদের ভূমিকা হবে সিদ্ধান্তমূলক: প্রিন্স Nov 25, 2025
img
দেশগঠনে কোর অব ইএমই এর প্রশংসনীয় ভূমিকা আগামী ভবিষ্যতেও অব্যাহত থাকবে: সেনাপ্রধান Nov 25, 2025
img
রাহুল মোডির সাথে প্রথম ছবিতে অভিনয়ের ঘোষণা শ্রদ্ধা কাপুরের Nov 25, 2025
img
এবার অ্যামাজন প্রাইমে শরীফুল রাজের ‘ওমর’ Nov 25, 2025
img
মিয়ানমারের নাগরিকদের আইনি সুরক্ষা বাতিল, ছাড়তে হবে যুক্তরাষ্ট্র Nov 25, 2025
img
অনলাইন হেনস্তায় কড়া জবাব দিলেন আয়েশা খান Nov 25, 2025
img
ভেট্রি মারানের ‘আরাসান’-এ যোগ দিলেন বিজয় সেতুপতি Nov 25, 2025
img
গুলশানে তারেক রহমানের জন্য প্রস্তুত ১৯৬ নম্বর বাড়ি Nov 25, 2025
img
আরাসান দিয়ে অনিরুদ্ধের নতুন অধ্যায়ের সূচনা Nov 25, 2025
img
বাস্তব অভিজ্ঞতা নিতে রাজধানীতে ‘মক ভোটিং’ করবে ইসি Nov 25, 2025
img
আশরাফুলের কাজ নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ রাজ্জাক Nov 25, 2025
img
‘সুগার ড্যাডি’ চক্র বন্ধ চেয়ে আইনি নোটিশ Nov 25, 2025
img
নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত: রিজভী Nov 25, 2025
img
বিয়ে করলেন কণ্ঠশিল্পী পূজা Nov 25, 2025
img
ধানের শীষ মানুষের আস্থার প্রতীক : জালাল উদ্দিন Nov 25, 2025
img
বাংলাদেশকে সামুদ্রিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব পাকিস্তানের Nov 25, 2025
img
চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর Nov 25, 2025
img
১২ বছরের বাচ্চাও এমন ভুল করবে না, আকবরের স্বীকারোক্তি Nov 25, 2025
img
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন Nov 25, 2025