নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর সড়কের শাসনগাঁও এলাকায় উড়ালসেতুর কাজ করার সময় তিতাস গ্যাসের ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন ফেটে যায়। এই কারণে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত প্রায় ৬০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
এতে শিল্পকারখানার মালিকেরা ও বাসাবাড়ির গৃহিণীরা চরম ভোগান্তিতে পড়েন।
মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা চেষ্টা চালানোর পর গ্যাস সরবরাহ আবার স্বাভাবিক হয়।
এতে সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তি প্রকাশ করছেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, পাইপলাইনটি যেদিকে ফেটেছিল, সেটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা। কারণ তার একদম পাশে রয়েছে একটি দ্বিতল ভবন ও বিদ্যুতের খুঁটি। এজন্য তাদের অত্যন্ত সতর্কভাবে কাজ করতে হয়েছে।
তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক রাজিব সাহা জানান, বিতরণ লাইনটি মাটির প্রায় ২৪ ফুট নিচে ছিল। কাঁদামাটির কারণে কাজ করতেও বেশ কষ্ট হয়েছে। সতর্কতার কারণেই সময় বেশি লেগেছে।
আরপি/টিকে