জ়ুবিন গার্গের মৃত্যু স্বাভাবিক নয়। বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বহু দিন ধরেই সিঙ্গাপুরে গায়কের মৃত্যু নিয়ে জলঘোলা চলছে। সিঙ্গাপুর পুলিশ অবশ্য জানিয়েছে, এই মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। এর মধ্যেই অসমের মুখ্যমন্ত্রীর দাবিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, তিনি জ়ুবিনের মৃত্যুকে ‘দুর্ঘটনা’ বলে মনে করেন না। সংবাদমাধ্যমের কাছে তিনি জানিয়েছেন, জ়ুবিনের মৃত্যুর চার্জশিট আগামী ৮ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। তিনি এই সময়সীমা ধার্য করেছেন। তবে ঠিক কোন কোন বিষয়ের জন্য জ়ুবিনের মৃত্যুকে তিনি ‘হত্যাকাণ্ড’ হিসাবে মনে করছেন, তা প্রকাশ্যে আনেননি হিমন্ত বিশ্ব শর্মা।
গত ৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয় জ়ুবিনের। সিঙ্গাপুরেই প্রথম ময়নাতদন্ত হয় তাঁর দেহের। এর পরে গুয়াহাটিতে মরদেহ নিয়ে আসার পরে আরও এক বার ময়নাতদন্ত হয় গায়কের দেহের। সিঙ্গাপুর পুলিশের দাবি, গায়কের মৃত্যুতে কোনও অস্বাভাবিকতা নেই। কিন্তু অনুরাগীরা এই দাবি মানতে নারাজ। মুখ্যমন্ত্রীর দাবির পরে তাঁরা ফের পথে নেমেছেন।
টিজে/টিএ