পশুপাখিরা কি ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে পারে?

প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানার ঠিক আগে কিছু পোকামাকড় ও পশুপাখি অস্বাভাবিক আচরণ করে, এমন তথ্য বহুদিন ধরেই প্রচলিত। কখনো কুকুর অকারণে ঘেউ ঘেউ করে, ব্যাঙ পুকুর থেকে লাফিয়ে উঠে আসে, আবার গরু দুধ দেওয়া বন্ধ করে দেয়। ইতিহাসেও এর উল্লেখ আছে।

অস্বাভাবিক প্রাণী আচরণের ঐতিহাসিক প্রমাণ
১৯৭৫ সালের ৪ ফেব্রুয়ারি চীনের হাইচেং শহরে ৭.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের কয়েক সপ্তাহ আগে প্রচণ্ড ঠান্ডায়ও বহু সাপ গর্ত থেকে শীতকালীন আশ্রয় ছেড়ে বের হয়ে আসে। সরীসৃপদের এ আচরণ বিশ্লেষণ করে স্থানীয় কর্তৃপক্ষ কয়েক ঘণ্টা আগেই পুরো শহর খালি করে ফেলেছিল—যা পরবর্তীতে হাজারো মানুষের জীবন রক্ষা করে।

প্রাণীরা কি সত্যিই আগাম সংকেত পায়? ২০১৩ সালের গবেষণা
২০১৩ সালে জার্মান বিজ্ঞানীরা একটি ভূমিকম্প চ্যুতি রেখার কাছাকাছি বাস করা লাল কাঠ পিঁপড়াদের আচরণ ভিডিওতে ধারণ করেন। দেখা যায়—
ভূমিকম্পের আগে তাদের দৈনন্দিন আচরণ বদলে যায়,

রাতে বেশি সক্রিয় হলেও দিনে অস্বাভাবিকভাবে স্থির থাকে।

ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অব অ্যানিমেল বিহেভিয়ার ও ইউনিভার্সিটি অব কনস্টানজের গবেষকেরা দাবি করেন, ভূমিকম্পের আগে খামারের প্রাণীদের আচরণেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়। যদিও এসব দাবি এখনো পুরোপুরি প্রমাণিত নয়।

যেভাবে গবেষণা করা হয়
গবেষক মার্টিন উইকেলস্কির নেতৃত্বে বিজ্ঞানীরা ২০১৬–১৭ সালে ইতালির উত্তরাঞ্চলের ভূমিকম্পপ্রবণ একটি খামারে বায়োলগার ও জিপিএস সেন্সর ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন।
গবেষণায় ছয়টি গরু, পাঁচটি ভেড়া ও দুটি কুকুরকে পর্যবেক্ষণে রাখা হয়।

চার মাসে ১৮ হাজারের বেশি কম্পন রেকর্ড হয়, যার একটি ছিল ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।

প্রতি সেকেন্ডে ৪৮ বার প্রাণীর নড়াচড়া রেকর্ড করার মতো সংবেদনশীল যন্ত্র ব্যবহার করা হয়।

এই গবেষণার ফলাফল ইথোলজি সাময়িকীতে প্রকাশিত হয়।

ভূমিকম্পের আগে প্রাণীর আচরণে যে পরিবর্তন দেখা যায়

পরিসংখ্যানগত বিশ্লেষণে দেখা গেছে—
সব প্রাণীকে একসঙ্গে আবদ্ধ স্থানে রাখলে ৩.৮ মাত্রা বা তার বেশি ভূমিকম্পের আগে তাদের আচরণ স্পষ্টভাবে বদলে যায়।
খোলা চারণভূমিতে এ ধরনের পরিবর্তন তেমনভাবে দেখা যায় না।

আচরণের প্রবাহ ছিল—
প্রথমে কুকুরের ডাক বেড়ে যাওয়া,
তারপর গরুর অস্থিরতা,
সবশেষে ভেড়ার আচরণ পরিবর্তন।

গবেষকদের মতে, আবদ্ধ পরিবেশে প্রাণীরা চাপ বেশি অনুভব করে, যার ফলে সংকেতের প্রতি তাদের প্রতিক্রিয়া আরও তীব্র হয়।

প্রাণীরা কী সংকেত অনুভব করতে পারে?
বিজ্ঞানীদের অনুমান, ভূমিকম্পের আগে কোনো অদৃশ্য সংকেত—সম্ভবত মাটি থেকে নিঃসৃত খনিজজাত আয়ন—বাতাসে ছড়িয়ে পড়ে।

২০১০ সালের এক গবেষণায় দেখা গেছে—
ভূকম্পনের সময় শিলা থেকে খনিজ পদার্থ ভেঙে আয়ন নির্গত হয়,
প্রাণীরা এই পরিবর্তনশীল পরিবেশগত সংকেত অনুভব করে অস্বাভাবিক আচরণ প্রকাশ করে।

এ ছাড়া প্রাণীদের বিভিন্ন প্রজাতির মধ্যে তথ্য আদান–প্রদানের ক্ষমতা রয়েছে, যা সম্মিলিতভাবে টিকে থাকার দক্ষতা বাড়ায়।

বিভিন্ন গবেষণায় বারবার দেখা গেছে—ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের আগে প্রাণীরা অস্বাভাবিক আচরণ করে। যদিও এটি এখনো বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ প্রমাণিত নয়, তবুও গবেষকেরা মনে করেন—প্রাণীর আচরণ বিশ্লেষণ ভূমিকম্প পূর্বাভাসে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভুল করেও এগিয়ে যাওয়ার পথ দেখালেন অক্ষয় কুমার Nov 25, 2025
img
তুরস্কের কাছে কৃতজ্ঞতা প্রকাশ মস্কোর Nov 25, 2025
img
ট্রাম্পের মধ্যস্থতায় পুতিন-জেলেনস্কি শান্তি চুক্তিতে সম্মতি Nov 25, 2025
img
বিশ্বের সবচেয়ে বড় ‘অ্যাফ্রো’ চুলের রেকর্ড এখন জেসিকার Nov 25, 2025
img
চট্টগ্রাম বন্দর নিয়ে রিটকারীর পেছনে রয়েছে ফ্যাট ক্যাট: অ্যাটর্নি জেনারেল Nov 25, 2025
img
শাকসু ভোটের পুনঃতফসিল ঘোষণা, নির্বাচন ২০ জানুয়ারি Nov 25, 2025
img
তদন্ত প্রতিবেদনে উঠে এলো বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ Nov 25, 2025
img
রাজনৈতিক মতাদর্শের কারণে কারো ওপর অন্যায় করা হবে না : বাবুল Nov 25, 2025
img
আইটেম গানে ফের আলোচনায় দর্শনা Nov 25, 2025
img
আইপিএল নিলামে দল পেল ৩ বাংলাদেশি ক্রিকেটার Nov 25, 2025
img
প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন : সেলিমা রহমান Nov 25, 2025
img
নতুন ‘অঞ্জনা’ নিয়ে আসছেন সংগীত শিল্পী মনির খান Nov 25, 2025
img
টলিউডে ৫০ বছর পূর্তি, দর্শকের মন জয়েই বিশ্বাস চিরঞ্জিতের Nov 25, 2025
img
ভেনেজুয়েলা উপকূলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের Nov 25, 2025
img
আন্তর্জাতিক এমি থেকে খালি হাতে ফিরলেন দিলজিৎ দোসাঞ্জ Nov 25, 2025
img
ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : উপদেষ্টা শারমীন এস মুরশিদ Nov 25, 2025
img
বাণিজ্য উপদেষ্টাকে হত্যা মামলার অভিযোগ থেকে অব্যাহতি Nov 25, 2025
img

সিনহা হত্যা মামলায়

তথ্য বিভ্রান্তি ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি Nov 25, 2025
img
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের Nov 25, 2025
img
রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করবেন না ভিনিসিয়ুস জুনিয়র Nov 25, 2025