বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নতুন গতি আনতে চায় ফ্রান্স : রাষ্ট্রদূত

দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। তিনি বলেছেন, গণতন্ত্র, উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ফ্রান্স ও বাংলাদেশের স্বার্থ ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছে। ফ্রান্স ও বাংলাদেশের জন্য অংশীদারত্ব এগিয়ে নেয়া ও সহযোগিতা সম্প্রসারণের এটি এক উপযুক্ত সময়।

এই মাসের শুরুতে দায়িত্ব গ্রহণকারী রাষ্ট্রদূত জানান, ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলের প্রেক্ষাপটে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। বর্তমানে প্রায় ১৫ লাখ ফরাসি নাগরিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বসবাস করেন, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ।

তিনি বলেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চল উন্মুক্ততা ও অবাধ চলাচলের মাধ্যমে চিহ্নিত। বাংলাদেশকে নিয়ে ফ্রান্সের বাড়তি সম্পৃক্ততার সম্ভাবনা অনেক।’

রাষ্ট্রদূত আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং উল্লেখ করেন যে কঠিন পরিস্থিতিতেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ফ্রান্সের অভিজ্ঞতা বাংলাদেশে সহায়ক হতে পারে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে কিছু ইউরোপীয় দেশ নির্বাচনকে ঘিরে সংগঠিত বিভ্রান্তিমূলক প্রচারণা ও সামাজিক বিভাজন তৈরির প্রচেষ্টার মুখোমুখি হয়েছে।

রাষ্ট্রদূত সেরে-শারলে প্রফেসর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তিনি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সফল হয়েছেন। এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া নির্বিঘ্ন করতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর ব্যাপারে ফ্রান্সের ইচ্ছা তিনি পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের এই উত্তরণ যাতে যতটা সম্ভব মসৃণভাবে হয়, সে ব্যাপারে ফ্রান্স সহায়তা করতে প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ফ্রান্সের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের এক বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ ও আসন্ন নির্বাচন প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ যখন ঐতিহাসিক একটি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনার দায়িত্ব গ্রহণ।’

তিনি গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু উদ্যোগ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারগুলোতে ফ্রান্সের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রফেসর ইউনূস তার ফ্রান্স ও ফরাসি সংস্থাগুলোর সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের কথাও স্মরণ করেন, যা তিনি প্রধান উপদেষ্টা হওয়ার আগে দেশটিতে বহুবার সফরের মাধ্যমে গড়ে তুলেছিলেন।

টিজে/টিএ  

Share this news on:

সর্বশেষ

img
গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ Nov 26, 2025
img

কড়াইল বস্তিতে আগুন

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা তারেক রহমানের Nov 26, 2025
img
অগ্রণী ব্যাংকের ভল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালঙ্কারের সন্ধান Nov 25, 2025
img

কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সিলিন্ডারের কারণে দ্রুত ছড়িয়েছে আগুন, ভস্ম অন্তত ১৫০০ ঘর: ফায়ার সার্ভিস Nov 25, 2025
img
নিজের নীতি অক্ষুণ্ণ রাখতেই প্রিমিয়ার এড়ান জিৎ Nov 25, 2025
img
৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে Nov 25, 2025
img
ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন ৭ নেতা Nov 25, 2025
img
হকিতে চিলিকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ Nov 25, 2025
img
হতাশার কথা খুলে বললেন জেফার রহমান Nov 25, 2025
img
অভিনয় থেকে দূরে নয়, নতুন চ্যালেঞ্জের মুখে তুলিকা Nov 25, 2025
img
বিশ্বকাপের পরই বিয়ের পিঁড়িতে বসবেন রোনালদো! Nov 25, 2025
img
ফের মুখোমুখি ‘লড়াই’ দেব-শুভশ্রীর Nov 25, 2025
img
ক্ষমতা টিকিয়ে রাখতে তরুণদের হত্যা করেছে হাসিনা : জোনায়েদ সাকি Nov 25, 2025
img
নিম্নমানের ‘কিট ক্যাট’ বিক্রির অভিযোগে নেসলে এমডির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Nov 25, 2025
img
দারিদ্র্য সীমার নিচে যাওয়ার ঝুঁকিতে প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ : বিশ্বব্যাংক Nov 25, 2025
img
চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান Nov 25, 2025
img
বর্ডার-২ এর গানে এবার একসাথে থাকছে সনু-অরিজিত-দিলজিত Nov 25, 2025
img
ধানের শীষ হোক ঐক্যের প্রতীক: এমরান সালেহ প্রিন্স Nov 25, 2025
img
নন-ক্যাডারের ৭ কর্মকর্তাকে সুখবর দিলো জনপ্রশাসন মন্ত্রণালয় Nov 25, 2025
সব ভুলে আবার এক সানাই–মূসা: আদালত থেকে সংসারে ফেরা Nov 25, 2025