জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে জোট কোনো নতুন ব্যাপার না। বিশেষত নির্বাচনের সময় সবাই জোট করে। এবার বিএনপি, জামায়াতে ইসলামী তারাও এককভাবে নির্বাচন করবে না। তাদের সঙ্গেও অনেক জোট সঙ্গী আছে।’
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, ‘রাজনৈতিক দল মানেই তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাইবে। তারপর তারা ক্ষমতাটাকে কিভাবে ব্যবহার করবে এটাই হচ্ছে মূল বিষয়। তারা কি ক্ষমতার অপব্যবহার করবে? যেটা অতীতে এতকাল পর্যন্ত হয়ে এসেছে।
এখন আমরা নানা ধরনের আলামত দেখতে পাচ্ছি। এটা একটা বাস্তবতা।’
তুষার বলেন, ‘নতুন আকাঙ্ক্ষা হচ্ছে ক্ষমতাটাকে দায়িত্ব হিসেবে দেখা। আপনি জনপ্রতিনিধি কিংবা দল হিসেবে মানুষের কাছে দায়বদ্ধ।
সেখান থেকে আপনার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে। এটা হচ্ছে আরেকটা দৃষ্টিভঙ্গি। এখন এই দৃষ্টিভঙ্গিগুলোরও লড়াই চলছে।’
তুষার আরো বলেন, ‘দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকে। কারো কাছে ক্ষমতা মানে হচ্ছে এটাকে নিয়ে মানুষের ওপর ছড়ি করানো, মানুষের ওপর চেপে বসা, রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে অঢেল সম্পদের মালিক হওয়া।
আবার কারো কাছে এটা হচ্ছে মানুষকে সার্ভ করা।’
পিএ/এসএন