প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার রেশ না কাটতেই এবার চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি হলো লিভারপুলের। উজ্জীবিত পারফরম্যান্সে আর্না স্লটের দলকে তাদের মাঠেই গুঁড়িয়ে দিল পিএসভি আইন্দহোভেন।
অ্যানফিল্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-১ গোলে হেরেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচের ৯টিতেই পরাজয়ের তেতো স্বাদ পেল লিভারপুল।
ঘরের মাঠেই গত শনিবার লিগ ম্যাচে নটিংহ্যামের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। ষষ্ঠ মিনিটে ইভান পেরিসিচের সফল স্পট কিকে এগিয়ে যায় পিএসভি। বক্সে লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের হাতে বল লাগলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
ষোড়শ মিনিটে বক্সের ভেতর থেকে কোডি হাকপোর শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি শটে লিভারপুলকে সমতায় ফেরান দমিনিক সোবোসলাই।
তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল হজম করে লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করেন সোহেইব দ্রিউয়েশ।
আসরে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসভি।
১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
এমআর/টিএ