রিয়ালের কষ্টসাধ্য জয়ে এমবাপের চার গোল, দ্রুত হ্যাটট্রিকের ইতিহাসে

জাতীয় দল ও ক্লাবে রীতিমতো উড়ছেন রিয়াল মাদ্রিদের ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। সেই ফর্ম ধরে রেখে তিনি গতকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অলিম্পিয়াকোসের জালে একাই চারবার বল জড়িয়েছেন। হ্যাটট্রিক পূর্ণ করেন মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডের ব্যবধানে। যা ইউরোপীয় ক্লাবের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় দ্বিতীয় দ্রুততম। তবুও জয় (৪-৩) পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে।

কারাইসকাকিস স্টেডিয়ামে লস ব্লাঙ্কোসদের আতিথ্য দেয় গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দলের সঙ্গে স্বাগতিকরা হার না মানা লড়াই উপহার দিয়েছে।

যদিও শেষ পর্যন্ত জয় পেল জাবি আলোনসোর দল। ২২ মিনিটে গোলের খাতা খোলার পর ২৭ মিনিটের মাথায় হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপে। ৬০ মিনিটে তিনি আরও এক গোল করেন। ৮১ মিনিটে স্কোরলাইন ৪-৩ এ নামিয়ে এনে রোমাঞ্চের ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা।

প্রায় সবদিক থেকেই রিয়ালের সঙ্গে প্রায় সমান পাল্লায় লড়েছে অলিম্পিয়াকোস। তবে পজেশন ছিল পিছিয়ে, ৪২ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় স্বাগতিকরা, এর মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। তাদের পক্ষে একটি করে গোল করেন চিকুইনিয়ো, মেহদি তারেমি ও আইয়ুব এল কাবি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ১৩ শটের মধ্যে ৫টি লক্ষ্যে রাখতে পারে। রিয়াল আক্রমণ শুরু করে রেফারির বাঁশি বাজানোর পর থেকেই। ফলে তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া ভিনিসিয়ুসের শট হাত ছুঁয়ে ওপর দিয়ে পাঠান স্বাগতিক গোলরক্ষক।



৮ মিনিটে ম্যাচে প্রথম লিড নেয় অলিম্পিয়াকোস। পর্তুগিজ মিডফিল্ডার সতীর্থের সঙ্গে দারুণভাবে বল দেওয়া-নেওয়া করে বক্সে ঢোকেন। এরপর জোরালো নিচু শটে জালের দেখা পান।

কারভাহাল-আলাবারা আগেই থেকেই ইনজুরিতে, মিলিটাও-হুইজসেনও সেই তালিকায় যুক্ত হয়ে দুর্বলতা ভালোই ফুটে উঠেছিল রিয়ালের। সেই সুবাদে ১৯ মিনিটে আরেকটি গোল হজম করতে বসেছিল, তবে চিকুইনিয়োর শট গোলরক্ষক আন্দ্রে লুনিন ঝাঁপিয়ে ঠেকান। পাল্টা আক্রমণে ২২ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান এমবাপে। ভিনিসিয়ুসের থ্রু পাস পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেছেন।

হ্যাটট্রিক পূর্ণ করতে সবমিলিয়ে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়েছে এই ফরাসি তারকা। ২৪ মিনিটে আর্দা গুলারের ক্রসে লাফিয়ে হেড এবং ২৯ মিনিটের মাথায় এদুয়ার্দো কামাভিঙ্গার পাস থেকে কোনাকুনি শটে এবারের ইউসিএলে দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ হয় এমবাপের। এর আগে লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ ২০২২ সালে চ্যাম্পিয়ন্স লিগে রেঞ্জার্সের বিপক্ষে ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করেছিলেন। যা সবচেয়ে দ্রুততম, ‍দুইয়ে আছেন এমবাপে। প্রথমার্ধে দারুণ এক শটে ভিনিসিয়ুসও বল জালে জড়িয়েছিলেন, কিন্তু তাকে পাস দেওয়া এমবাপে আগেই অফসাইড পজিশনে থাকায় সেটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে ফিরেই ফের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোরাল শট নেন, কিন্তু এবার বল বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৫২ মিনিটে অলিম্পিয়াকোসের ইরানি ফরোয়ার্ড মেহদি তারেমি হেডে ব্যবধান কমান। ৮ মিনিট বাদে ফের ব্যবধান বাড়ান এমবাপে। ভিনিসিয়ুস থ্রু বল ধরে একজনকে কাটিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন, ফরাসি ফরোয়ার্ড এক স্পর্শে সেটি জালে জড়াতে ভুল করেননি। এ নিয়ে চলমান ইউসিএলের পাঁচ ম্যাচে ৯ গোল করে এখন এমবাপে আসরের সর্বোচ্চ গোলদাতা। সবমিলিয়ে ক্লাবের জার্সিতে এই মৌসুমে করলেন ২২ গোল।

অলিম্পিয়াকোস অবশ্য শেষ পর্যন্ত লড়েছে। তারই সুবাদে ৮১ মিনিটে সতীর্থের ক্রসে হেডে মরক্কোর ফরোয়ার্ড এল কাবি ব্যবধান ৪-৩ করেন। তবে এরপর আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। প্রথমবার তারা অলিম্পিয়াকোসের মাঠ থেকে জয় নিয়ে ফিরল। ইউসিএলের ৫ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে রিয়াল।

আইকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ডা. মিলনের শহীদ হওয়া ছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম মোড়: সাইফুল হক Nov 27, 2025
img
বড় পর্দায় টাইগার শ্রফ ও মীনাক্ষী চৌধুরীর প্রথম জুটি Nov 27, 2025
img
বিপিএল নিলামে ১৫৮ ক্রিকেটারের তালিকা প্রকাশ, বিজয়-শান্ত-মুশফিকরা কে কোথায়! Nov 27, 2025
img
রাশ্মিকা-মান্দানা ও আয়ুষ্মান খুরানার 'থামা’ প্রাইম ভিডিওতে Nov 27, 2025
img
টি-টোয়েন্টিতে জয়ের জন্য লিটনকে দ্রুত ফেরাতে চায় আয়ারল্যান্ড Nov 27, 2025
img
রেট্রো লুকে আলিয়া এবং রণবীরের নতুন অবতারে মুগ্ধ নেটিজেনরা Nov 27, 2025
img
আর্সেনালের বড় জয়, একই রাতে উড়ে গেল লিভারপুল ও বায়ার্ন Nov 27, 2025
বোর্ডের সিদ্ধান্তে, লিটন দাসের অসন্তোষ Nov 27, 2025
img
২৫২ কোটি টাকার মেফেড্রোন মামলায় ওরির হদিস Nov 27, 2025
img
ইমরান খান সুস্থ আছেন, নিশ্চিত করলেন কারা কর্তৃপক্ষ Nov 27, 2025
img
কাজাখস্তান পৌঁছাতেও ‘দম’ লাগে: চঞ্চল চৌধুরী Nov 27, 2025
img
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের ২ সেনাকে গুলি Nov 27, 2025
img
রাজধানীতে অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা Nov 27, 2025
img
আমাকে যারা চেনেনি তারা এখনও মাটির নিচে বসবাস করে : শাহজাহান চৌধুরী Nov 27, 2025
img
আগুনের পেছনে কারণ খতিয়ে দেখতে হবে : ডা. শফিকুর রহমান Nov 27, 2025
img
মিথ্যা প্রচারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থীকে আইনি নোটিশ Nov 27, 2025
img
স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর Nov 27, 2025
img
মায়ের যত্নই দিতিপ্রিয়ার শান্তির মূল চাবিকাঠি Nov 27, 2025
img
চরিত্রই আমার সবচেয়ে বড় পুরস্কার: সুদীপ মুখোপাধ্যায় Nov 27, 2025
img
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া Nov 27, 2025