আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। এক যুগ পর প্লেয়ার্স-ড্রাফটের বদলে আবারও নিলামে ফিরছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। প্রথমে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হয়েছে আরেক ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়োগ শুরু করেছে।
দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবার নোয়াখালী জেলার দল বিপিএলে অংশ নিতে যাচ্ছে। মালিকানা পেয়েই ক্রিকেটার এবং কোচিং-স্টাফদের নিয়ে শক্তিশালী দল গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে তারা। খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ পদে নিয়োগ দিয়েছে নোয়াখালী এক্সপ্রেস।
এবার সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে ভেড়াল নোয়াখালী। তাদের জার্সি গায়ে জড়াবেন পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ। গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে নোয়াখালী।
৬টি দল নিয়ে ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি। প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
৩০ নভেম্বর হতে যাওয়া নিলামে বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। এদিকে, বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন।
পিএ/এসএন