বিপিএলের ভবিষ্যৎ নিয়ে জল্পনা–কল্পনার শেষ হলো অবশেষে। বহুদিন ধরে ধুঁকতে থাকা প্রস্তুতি–পরিকল্পনার ভেতর অপেক্ষায় ছিল ফ্র্যাঞ্চাইজি, ক্রিকেটার এবং সমর্থকেরা। সেই অপেক্ষার ইতি ঘটিয়ে আসরের সূচি, নিলাম তারিখ থেকে শুরু করে দলসংখ্যা—সবকিছু একসঙ্গে পরিষ্কার করে দিল বিপিএল গভার্নিং কাউন্সিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াচ্ছে ১৯ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়। আর শিরোপা লড়াইয়ের ফাইনাল নির্ধারিত হয়েছে ১৬ জানুয়ারি।
বিপিএলে দল পেতে হলে মোটা অঙ্কের ব্যাংক গ্যারান্টি দিতে হবে ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানকে। ১০ কোটি টাকা করে দেওয়ার কথা থাকলেও সেটা এখনো পুরোপুরি পায়নি বোর্ড। অন্তত চারটি দল অধিকাংশ দিয়ে দিলেও অন্যদের থেকে এখনো সেভাবে সাড়া মেলেনি। এর মধ্যে আছে নতুন করে দল পাওয়া নোয়াখালী এক্সপ্রেসও।
কোনো ফ্র্যাঞ্চাইজি টাকা দিতে ব্যর্থ হলে সেই ফ্র্যাঞ্চাইজি চালাবে বিসিবি এমনটিই জানিয়েছেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি বলেন, ‘যদি টাকা না দেয়, ক্রিকেট বোর্ড তৈরি আছে ফ্র্যাঞ্চাইজি চালানোর জন্য। এটা একটা ব্যাকআপ অপশন আমরা রেখেছি। আমরা সবাই চাই এবারের টুর্নামেন্টটা একটা স্বচ্ছ রাখতে। এমনকি টুর্নামেন্টের মধ্যেও যদি এমন কিছু দেখি, আমরা তখনো দল চালাব।’
ড্রাফটের আগে পুরোপুরি অর্থ বুঝে না পেলে দল দেওয়া হবে না বলেও জানান তিনি। প্রয়োজনে ওই দলকে বিসিবিকেই নিজের আওতায় নিয়ে আসবে। একই সঙ্গে যাদের বিরুদ্ধে আগের টুর্নামেন্টে নানা ধরনের অভিযোগ উঠেছে তাদের মধ্যে যাদের নামে তথ্য পেয়েছে বোর্ড, তাদের কোনো দলের সঙ্গে থাকতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
আইকে/এসএন