ভারতের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ের উদযাপন উপলক্ষে বিশেষ পর্ব ধারণ করেছে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি)।’ তবে দলের অন্যতম বড় তারকা ও সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা সেই শুটিংয়ে অনুপস্থিত ছিলেন -যা বেশ বিস্ময় তৈরি করেছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঞ্চালনায় বিজয়ী দলের বেশ কয়েকজন সদস্য উপস্থিত থাকলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে মান্ধানা শুটিং এড়িয়ে যান।
দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সন্ধ্যার রেকর্ডিংয়ে সতীর্থদের সঙ্গে উপস্থিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান স্মৃতি। এটি হলে মান্ধানার জন্য অমিতাভ বচ্চন সঞ্চালিত এই জনপ্রিয় শোতে তৃতীয়বারের মতো উপস্থিত হওয়া হতো।
মান্ধানা মূলত অমিতাভের শো’তে যাননি নিজের বিয়ে নিয়ে তৈরি হওয়া জটিলতা থেকেই। হবু বর সুরকার পালাশ মুচ্ছলের সঙ্গে তার বিয়ের নানা আয়োজন -হলুদ, মেহেদি ও সংগীত হয়ে গেলেও হঠাৎই অনুষ্ঠান থেমে যায়। স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এর পরপরই স্মৃতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সব প্রি–ওয়েডিং ছবি মুছে ফেলেন স্মৃতি, যদিও পালাশের সঙ্গে আগের পোস্টগুলো রেখে দিয়েছেন তিনি।
এদিকে, পালাশ মুচ্ছলের মা অমিতা মুচ্ছল হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, স্মৃতির বাবার অসুস্থতার খবর পেয়ে বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন স্বয়ং পালাশ। স্মৃতির বাবার সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, আর খবরটি শোনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অতিরিক্ত চাপের কারণে তাকে কিছু সময়ের জন্য চিকিৎসকের পর্যবেক্ষণেও রাখা হয়।
স্মৃতি না থাকলেও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র শুটিং সেট ছিল তারকাখচিত। বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর, ব্যাটার হারলিন দেওল, উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ, ওপেনার শেফালি ভার্মা, টুর্নামেন্টসেরা দীপ্তি শর্মা, অলরাউন্ডার স্নেহ রানা এবং প্রধান কোচ অমোল মজুমদার অনুষ্ঠানে অংশ নেন।
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের সেটে পৌঁছানোর একাধিক ভিডিও, যা এই বিশেষ পর্বকে ঘিরে দর্শকদের মধ্যে বাড়িয়ে তুলেছে উচ্ছ্বাস।
পিএ/এসএন