দক্ষিণের তারকা নাগার্জুনার জীবন শুরু ব্রাহ্মণ পরিবারে, পরে বৌদ্ধধর্মের প্রতি ঝোঁক তৈরি হয় তাঁর। সেই পরিবারেই এ বার যোগ হল এক নতুন ধর্মীয় সুর। অখিল আক্কিনেনির স্ত্রী জয়নাব রাভদজী এনেছেন ইসলামের উষ্ণ ছোঁয়া। আর এই সম্প্রীতি ও সংবেদনশীলতার জন্য তাঁকেই কৃতজ্ঞতা জানালেন অভিনেতার স্ত্রী অমলা আক্কিনেনি।
গত বছরের শেষে নাগ চৈতন্য দ্বিতীয়বার বিয়ে করেন শোভিতা ধূলিপালাকে। আর তার কিছুদিন পরই ছোট ছেলে অখিল বিয়ে করেন চিত্রকর জয়নাবকে। বড় ছেলের বিয়ে হয় একেবারে হিন্দু রীতি মেনে, আর অখিল-জয়নাবের বিয়েতে ছিল ইসলামী রীতি। দুই ভিন্ন ধর্মীয় আচার, দুই আলাদা সংস্কৃতি-তবু অমলার চোখে দুই পুত্রবধূই পরিবারের শক্তি।
অমলার ভাষায়, শোভিতা স্বাধীনচেতা এবং গভীরভাবে সম্মানিত পরিবারের কাছে। অন্যদিকে জয়নাবের উপস্থিতি পরিবারে এনেছে এক ধরনের কোমলতা ও সংবেদনশীলতা। অমলার মতে, “আমাদের পরিবারে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সত্যিই দেখা যায়। প্রত্যেকে নিজের ধর্মকে যেমন সম্মান করে, তেমনি অন্যের বিশ্বাসকেও সযত্নে ধারণ করে।”
নাগার্জুনার ঘরোয়া জীবন বরাবরই আলোচনায় থেকেছে। কিন্তু দুই ছেলের দুটি ভিন্ন রীতি-নিষ্ঠ বিয়ের পর পরিবারে যে উন্মুক্ততা ও গ্রহণযোগ্যতার বাতাবরণ তৈরি হয়েছে, তা নতুন করে আলোচনায় এনেছে এই তারকাপরিবারকে। মুসলিম পরিবারের মেয়ে জয়নাবের আগমনে ইসলাম ধর্মের মূল্যবোধের নতুন স্পর্শ পেয়েছে আক্কিনেনি পরিবার-এমনটাই জানান অমলা।
ধর্ম, সংস্কৃতি, আচার-সব কিছুর ঊর্ধ্বে উঠে সম্পর্কের উষ্ণতাই যে সবচেয়ে বড় শক্তি, এ গল্প যেন তারই প্রমাণ।
আরপি/এসএন