কয়েক দফা পেছানোর পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম হতে যাচ্ছে। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দ্বাদশ আসরের নিলাম। আসন্ন আসরের জন্য বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৪৫ জন।
তালিকায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে এবার আছেন ভারতীয় ক্রিকেটারও। বোলিং অলরাউন্ডার পীযুষ চাওলা ‘এ’ ক্যাটাগরিতে আছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার, এ ছাড়া দীর্ঘদিন আইপিএলে খেলে গত বছর সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
২০০৬ সালে ইংল্যান্ড টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছিল চাওলার। পরের বছর ওয়ানডেতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন তিনি। ২০২২ সালে তিনি দল পাননি।
কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০১৪ সালে তিনি আইপিএল শিরোপা জেতেন। সে বার ফাইনালে পাঞ্জাব কিংসকে হারানোর নেপথ্যে তার ইনিংস গুরুত্বপূর্ণ ছিল। ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ২০২৫ সালে কোনো দল তাকে নেয়নি। মোট ১৯২টা ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৫৭টি উইকেট। ব্যাট হাতে ৬২৪ রান করেছেন।
প্রসঙ্গত, বিপিএলের নিলামে বিদেশিদের তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের 'এ' ক্যাটাগরিতে পীযুষ চাওলার সঙ্গে আরও আছেন জনসন চার্লস, কিসি কার্টি, কিমো পল, ডমিনিক ড্রেকস, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, উসামা মীর, শোয়েব মালিক, অভিষকা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জর্জ মানসি, জর্জ ডকরেল, বাস ডি লিড, ওয়েন পারনেল, শান মাসুদ, সালমান আলী আঘা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসে, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস ও আমের জামাল।
'বি' ক্যাটাগরিতে রয়েছেন সন্দীপ লামিচানে, আসিফ আলী, সালমান মির্জা, রিচার্ড এনগারাভা, স্কট এডওয়ার্ডস, হ্যারি টেক্টর, আলী খান, হাহসমতউল্লাহ শহিদি, ইসুরু উদানা, সাউদ শাকিল, রবি বোপারা, সামিত প্যাটেল, সাদিরা সামারাউইকরামা, নাহিবউল্লাহ জাদরানের মতো ক্রিকেটার।
ক্যাটাগরি 'সি' তে রয়েছেন হায়দার আলী, জাহানদাদ খান,শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাবীরা, প্রমোদ মাদুশান, আসেন বান্দারা, আব্দুল্লাহ শফিক, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ডেন পেটারসন, কাসুন রাজিথা, বিজয়কান্ত বিশ্বকান্ত, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অ্যালিক অ্যাথানেজ, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যামফার, পল স্টার্লিংয়ের মতো ক্রিকেটার।
'ডি' ক্যাটাগরিতে উসমান কাদির, ব্রায়ান বেনেট, কাশিফ আলী, দীপেন্দ্র সিং অইরি, সালিম সাফি, আহমেদ দানিয়ালরা রয়েছেন। আর 'ই' ক্যাটাগরিতে আছেন নিমেশ বিমুক্তি, জশুয়া বিশপ, আসাদ রাজা, আসিফ শেখ, গুলশান ঝা, সোমপাল কামি, রুম্মন রাইস, মির্জা সাদ বেগ, চন্দরপল হেমরাজ, জনাথন ক্যাম্পবেল, এডওয়ার্ড বার্নার্ডের মতো ক্রিকেটার।
আরপি/এসএন