চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে পঞ্চম ম্যাচে চতুর্থ জয় তুলেছে রিয়াল মাদ্রিদ। অলিম্পিয়াকোসের মাঠে জয়ের রাতে ইতিহাস গড়েছেন ফরাসি তারকা কাইলিয়ান এমবাপে। ইউরোপসেরার মঞ্চে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করেছেন। এদিন ৪ গোল করা এমবাপের পারফরম্যান্সের প্রশংসায় মেতেছেন স্প্যানিয়ার্ড কোচ জাভি আলোনসো।
স্প্যানিশ জায়ান্টরা অলিম্পিয়াকোসের মাঠে এমবাপের হ্যাটট্রিকের রাতে ৪-৩ গোলে জয় নিয়ে ফিরেছে। পরে জাভি বলেছেন, ‘ক্লাবের ইতিহাসের সঙ্গে এমবাপের নাম জড়ালেই ভিন্ন অনুভূতি জাগায়। আমি তার জন্য খুশি। এমবাপেকে শুধু তার গোলের জন্য নয়, অন্য অনেককিছুর জন্যই প্রাধান্য দিচ্ছি। দলে তার প্রভাব অনেক।’
‘বিশেষ করে তার নেতৃত্বের প্রশংসার করতে হয়। ম্যাচের আগে দলের সব সতীর্থের সাথে যেভাবে কথা বলেন। সেক্ষেত্রে দলের বাকি সবাই তাকে সাহায্য করতে উম্মুখ হয়। তিনি দলকে অনেক সাহায্য করেন। অবশ্যই প্রশংসার দাবীদার।’
অলিম্পিয়াকোসের বিপক্ষে ফ্রেঞ্চ তারকার হ্যাটট্রিকে সময় লেগেছে ৬ মিনিট ৪২ সেকেন্ড। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় দ্রুততম। দ্রুততম হ্যাটট্রিকের মালিক লিভারপুলের মোহাম্মেদ সালাহ। ৬ মিনিট ১৩ সেকেন্ডে রেঞ্জার্সের বিপক্ষে ২০২২ সালে রেকর্ড গড়েছিলেন মিশরীয় তারকা।
চলতি মৌসুমে প্রতিযোগিতাটিতে রিয়াল জার্সিতে এমবাপে দুটি হ্যাটট্রিক করলেন। সান্তিয়াগো বার্নাব্যুতে স্বদেশী ক্লাব মার্সশেইয়ের বিপক্ষে জোড়া গোলে শুরু করেন আসর। দ্বিতীয় ম্যাচে কাইরাত আলমাতির বিপক্ষে করেন হ্যাটট্রিক। পরের দুই ম্যাচে গোলের দেখা না পাওয়া তারকা এবার করলেন চার গোল।
পাঁচ ম্যাচে ৯ গোল হল এমবাপের। লা লিগায় ১৩ ম্যাচে মৌসুমে ১৩ গোল করেছেন। রিয়ালের হয়ে নাম লেখানোর পর গত মৌসুমে ৫৫ ম্যাচে ৪৪ গোল করে জিতেছিলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট। রিয়ালের হয়ে তার ঝুলিতে আছে ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা।
টিজে/টিকে