টেস্টে আয়ারল্যান্ডকে মেরুদণ্ড সোজা করার সুযোগ দেয়নি বাংলাদেশ। দুই টেস্টের সিরিজে প্রতিপক্ষকে ধবলধোলাই করা লিটন দাসরা আজ নামছেন সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে।
টি-টোয়েন্টির সর্বশেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজে ধবলধোলই হয়েছিল বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের হারের বৃত্ত থেকে বের হতে আজ চট্টগ্রামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন লিটন।
সর্বশেষ একাদশ থেকে আজ তিনটি পরিবর্তন করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ম্যাচে খেলা নুরুল হাসান সোহান, শেখ মেহেদী ও তাসকিন আহমেদ আজ একাদশে নেই। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে ৩ ম্যাচের সিরিজটিই বাংলাদেশের শেষ সিরিজ।
সেই হিসেবে চূড়ান্ত প্রস্তুতির শুরুটা নিশ্চিতভাবেই জয়ে শুরু করতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ-
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আয়ারল্যান্ডের একাদশ-
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার বেরি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রিস ও জশ লিটল।
ইএ/টিকে