ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দুদকের চিঠির সংক্ষিপ্ত শিরোনামে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ।বেশ কিছুদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ঢাকা উত্তরের প্রশাসককে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
কোরবানির পশুর হাট ইজারা, ব্যাটারিচালিত রিকশা চালুসহ বেশ কিছু বিষয়ে অনিয়মে তার সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে সেসব প্রতিবেদনে।গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ ১২টি সিটি করপোরেশনের সকল মেয়র এবং সারাদেশে ১,৮৭৩ জন নির্বাচিত প্রতিনিধিকে বরখাস্ত করে অন্তর্র্বতী সরকার।এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সে সরকার মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক নিযুক্ত করে। এখনো তিনি সেই দায়িত্ব রয়েছেন।
কেএন/টিকে