চট্টগ্রামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করলো আয়ারল্যান্ড। ৬৯ রানে অপরাজিত থেকে ঝড়ো ইনিংস খেলেন হ্যারি টেক্টর।
এদিন ব্যাট হাতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয় আয়ারল্যান্ড। একপ্রান্তে পল স্টার্লিং আর অন্যপ্রান্তে টিম হেক্টর হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। প্রথম ৪ ওভারেই তারা দলকে এনে দেন ৪০ রান। পঞ্চম ওভারে আক্রমণে এসে নিজের দ্বিতীয় বলেই এ জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। ১৮ বলে ৪ চারের মারে ২১ রান করে সাইফ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন স্টার্লিং।
নবম ওভারে রিশাদকে হোসেনকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন টিম টেক্টর। ১৯ বলে ৬ চারের মারে ৩২ রানে থামে তার ইনিংস। এরপর লর্কান টাকারকে নিয়ে দলের সংগ্রহ শতরান পার করে দেন হ্যারি টেক্টর। দলীয় ১০৫ রানে শরিফুল ইসলামের শিকার হন টাকার। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে এ ব্যাটার। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়েন হ্যারি ও কার্টিস ক্যাম্ফার। তানজিম সাকিবের বলে দুর্দান্ত এক ক্যাচে তাকে সাজঘরের পথ দেখান পারভেজ হোসেন ইমন। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রানে থামেন ক্যাম্ফার। অপরপ্রান্ত আগলে রেখে ৩ ছক্কা ও ১ চারের মারে ৩৭ বলে ফিফটি তুলে নেন হ্যারি।
শেষ পর্যন্ত ৪৫ বলে ৫ ছক্কা ও ১ চারের মারে ৬৯ রানে অপরাজিত থাকেন হ্যারি। তার অপর সঙ্গী জর্জ ডকরেল ৭ বলে ১২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ছাড়া বল হাতে সবাই বেশ খরুচে ছিলেন। ৪ ওভারে খরচ করেন মাত্র ২৩ রান। তবে এদিন তিনি উইকেটের দেখা পাননি। ৪১ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন তানজিম সাকিব।
ইএ/টিকে