বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, কোনোভাবেই দলকে বিব্রত করা যাবে না। দলের প্রার্থীর সাথেই কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দিয়েছে দলের স্বার্থে তার সাথেই কাজ করতে হবে। ধানের শীষকে জয়ী করতে হবে।
নারায়ণগঞ্জের প্রত্যেকটি আসনসহ সারা বাংলাদেশেই ধানের শীষকে জয়ী করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শহরের বরফকল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে মহানগর বিএনপির উদ্যোগে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।
নজরুল ইসলাম আজাদ বলেন, আমরা যারা বিএনপি করি বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। আমাদের দল নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানকে মনোনয়ন দিয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনকে মডেল নারায়ণগঞ্জ হিসেবে পরিণত করবেন। বিএনপি বড় দল।
এখানে একাধিক প্রার্থী থাকবে, এটাই স্বাভাবিক। কারণ দলের জন্য অনেকেই কাজ করেছে। দুঃসময়ে অনেকেই জেল খেটেছে, অনেকের আত্মত্যাগ আছে। কিন্তু আমরা সকলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
জনসভায় প্রধান বক্তার বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান বলেন, নির্বাচন দ্বারপ্রান্তে চলে এসেছে।
আমাদের ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার সময় এসেছে। আপনারা দোয়া করবেন তারেক রহমানকে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ধানের শীষের জয় উপহার দিতে পারি। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি। তারেক রহমানকে ধন্যবাদ জানাই তিনি আমাকে মনোনয়ন দিয়ে সম্মানিত করেছেন।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আব্দুস সবুর খান সেন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল আলম সজল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেএন/টিকে