নিলামের আগেই চমক দেখালো সিলেট টাইটান্স। সরাসরি চুক্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরকে দলে ভেড়ালো তারা।
৩৩ বছর বয়সী আমিরকে শুরু থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী সিলেট।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যম ফেসবুকেও এক পোস্টে ভক্তদের সুখবরটি দিয়ে রেখেছে তারা।
৩৩ বছর বয়সী পাকিস্তানি এ পেসারের সঙ্গে সরাসরি চুক্তি করে রোমাঞ্চিত সিলেট ফ্র্যাঞ্চাইজি। বিবৃতিতে তারা জানিয়েছে, এর আগেও সিলেটের হয়ে খেলেছেন আমির। আবার সিলেটে তার যুক্ত হওয়া ঘরে ফিরে আসার মতো। তাকে দলে ভেড়াতে পেরে সিলেট টাইটান্স পরিবার রোমাঞ্চিত। আসরের শুরু থেকেই তাকে পাওয়া যাবে।
এর আগে গতকার আরেক পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুবকে দলে ভেড়ানোর কথা জানিয়েছিলেন সিলেট। এর বাইরে দুই দেশি তারকাকেও দলে টেনেছে তারা। মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ বিপিএলের ১২তম আসরে খেলবেন সিলেটের হয়ে।’
টিজে/টিকে