২০১২ সাল থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল, নাজমুল হোসেন শান্ত এতে খেলছেন ২০১৬ সাল থেকে। রাজশাহীর এই ক্রিকেটারের কখনও রাজশাহী ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা হয়নি। সেটা ছিল তার কাছে আক্ষেপের মতো, সেই আক্ষেপ ফুরাচ্ছে আসন্ন আসর দিয়ে। সরাসরি চুক্তিতে রাজশাহী ওয়ারিয়র্সে নাম লিখিয়েছেন তিনি।
শান্ত বৃহস্পতিবার রাজশাহীর সঙ্গে চুক্তি করেছেন। বিষয়টি ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। শান্ত এর আগে সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের হয়ে বিপিএল খেলেছেন।
প্রথমবারের মতো নিজের শহরের দলে সুযোগ পেয়ে শান্ত বেজায় খুশি। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ, নাবিল গ্রুপকে। আমার ওপর আস্থা রাখার জন্য। মজার বিষয় হলো, বিপিএল এত বছর ধরে হচ্ছে, কিন্তু রাজশাহী টিমের হয়ে কখনও খেলার সুযোগ হয়নি। সাধারণত কখনও সিলেট, কখনও খুলনা, কখনও বরিশাল। সব সময় আক্ষেপের জায়গাটা ছিল, রাজশাহীর হয়ে কখনও খেলার সুযোগ হয়নি। খুবই খুশি, আলহামদুলিল্লাহ। এবার রাজশাহীর হয়ে খেলতে পারব।’
রাজশাহী সরাসরি সাইনিংয়ে প্রথম কিনেছিল তানজিদ হাসান তামিমকে। জাতীয় দলের এই ওপেনার গত বছর বিপিএল খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। ওই আসরে ৪৮৫ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছিলেন তিনি।
বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিটি দলকে সরাসরি চুক্তিতে সর্বোচ্চ ২ জন দেশি ক্রিকেটার দলে ভেড়ানোর নিয়ম বেধে দিয়েছে। অর্থাৎ রাজশাহী সরাসরি চুক্তিতে দেশি ক্রিকেটার কেনার কোটা পূরণ করে ফেলেছে। নিলাম থেকে তাদের দেশি ক্রিকেটার কিনতে হবে সর্বনিম্ন ১২ জন। সরাসরি চুক্তিতে তারা বিদেশি কিনতে পারবে সর্বোচ্চ ২ জন, নিলাম থেকে সর্বনিম্ন ২ জন।
ইএ/টিকে