চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখল বায়ার্ন মিউনিখ। তবে এই হারকে বড় করে দেখতে রাজি নন তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। উল্টো আর্সেনালের বিপক্ষে প্রতিশোধের হুঁশিয়ারি দিলেন তিনি।
বুধবার (২৬ নভেম্বর) রাতে মাঠে নামার আগ পর্যন্ত চলতি মৌসুমে ইউরোপীয় ফুটবলে অপরাজিত ছিল বায়ার্ন মিউনিখ। দুর্বার গতিতে ছুটে চলা বাভারিয়ানদের সেই দারুণ যাত্রায় ছেদ ঘটল আর্সেনালের কাছে হার মেনে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গানারদের কাছে তারা ১-৩ গোলে পরাজিত হয়েছে।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক দলের হয়ে গোল করেন জুরিয়েন টিমবার, ননি মাদুয়েক ও গ্যাব্রিয়েল মার্টিনেলি। আর ভিনসেন্ট কোম্পানির বায়ার্নের হয়ে তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন।
১-১ গোলে সমতা নিয়ে বিরতিতে গেলেও, দ্বিতীয়ার্ধেই খেই হারায় জার্মান জায়ান্টরা। ৬৯ ও ৭৭ মিনিটে দুই গোল হজম করার পর আর গোল শোধ করতে পারেনি তারা।
এই হারে মোটেও ঘাবড়ানোর কিছু দেখছেন না বায়ার্নের তারকা ফরোয়ার্ড হ্যারি কেইন। অপরাজিত ধারার ইতি ঘটলেও, কেইন মনে করেন এতে তাদের লক্ষ্যচ্যুত হওয়ার কোনো কারণ নেই। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে কেইন বলেছেন,'এটা আমাদের মৌসুমের প্রথম হার, আর এটা নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই। অবশ্যই আমরা এটা থেকে শিখব।'
ইংল্যান্ড অধিনায়ক স্বীকার করেন, দ্বিতীয়ার্ধে আর্সেনালের তীব্রতার সঙ্গে তাল না মেলাতে পারার কারণেই বায়ার্ন ম্যাচ হেরেছে। তার ভাষায়,'ম্যাচটা কঠিন হবে—এটাই প্রত্যাশিত ছিল। প্রথমার্ধটা সমান তালে লড়াই হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা আগের মতো শক্তি বা তীব্রতা ধরে রাখতে পারিনি। অনেক বেশি দ্বৈত লড়াইয়ে হেরেছি।'
হ্যারি কেইন একই প্রতিপক্ষের বিপক্ষেই ক্যারিয়ারে ২১ ম্যাচে ১৫ গোল করেছেন কিন্তু তিনি গতকাল আর্সেনালের বক্সে মাত্র দুইবার বল স্পর্শ করেছেন এবং পুরো ৯০ মিনিট খেলে একটি শটও নিতে পারেননি। এটা আর্সেনালের বিপক্ষে তার ক্যারিয়ারের প্রথম ম্যাচ, যেখানে তিনি কোনো শট নিতে ব্যর্থ হয়েছেন।
তবে ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যেই প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছেন। সাবেক টটেনহ্যাম তারকা এবার নকআউট পর্বে আর্সেনালের মুখোমুখি হওয়ার অপেক্ষায়। তিনি বলেন,'আমি নিশ্চিত, প্রতিযোগিতার শেষ দিকে আবারও আমাদের দেখা হবে। আমরা সে ম্যাচটার জন্য অপেক্ষা করছি।'